Arijit

এই ক্রিকেটারের থেকে বিরাটের ব্যাটিং শেখা উচিৎ, কোহলিকে চরম কটাক্ষ রমিজ রাজার

ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারত 95 রানের লিড নিয়েছে। কে এল রাহুল, জাদেজা ভালো ব্যাট করলেও ব্যাট হাতে হতাশ করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্রিজে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক হয়েছেন বিরাট কোহলি। অ্যান্ডারসনের প্রথম বলেই জস বাটলার এর হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন বিরাট কোহলি। বিরাট কোহলির কাছে এই ম্যাচে একটা বড় রানের আশা করেছিলেন আপামর বিরাট ভক্তরা কিন্তু ব্যাট হাতে ভক্তদের চূড়ান্ত হতাশ করলেন বিরাট।

   

বিরাট শেষবার সেঞ্চুরি করেছিলেন 2019 সালের নভেম্বর মাসে। তারপর থেকে প্রায় দু-বছর হতে চলল বিরাট কোহলির ব্যাট থেকে কোন সেঞ্চুরি আসেনি। এমন পরিস্থিতিতে বিরাট কোহলির ফর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তারই মধ্যে বিরাটের এই ম্যাচে গোল্ডেন ডাক।

এবার সরাসরি বিরাট কোহলিকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে রামিজ রাজা বলেছেন, “কখনও কখনও এমন পরিস্থিতি হয় যে বড় বড় খেলোয়াড়দের তার থেকে জুনিয়ার খেলোয়াড়দের থেকে অনেক কিছু শিখতে হয়। বর্তমানে বিরাটের উচিত তার সতীর্থ কেএল রাহুলের থেকে শেখা কিভাবে হালকা হাতে ব্যাটিং করতে হয়।”