Arijit

“বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই পাকিস্তানের”, প্রধানমন্ত্রী ইমরানকে জানিয়ে দিলেন রামিজ রাজা

দীর্ঘ বেশ কয়েক বছরে পাকিস্তান ক্রিকেট দলের অবস্থা খুবই খারাপ। সামনেই টিটোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে পাকিস্তান দল কেমন পারফরম্যান্স করবে সেই নিয়েই চিন্তিত বেশ কয়েকজন প্রাপ্তন পাক ক্রিকেটার। তবে প্রাপ্তন পাক অধিনায়ক রামিজ রাজার মতে, “এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলের যা অবস্থা, তাতে বিশ্বকাপের ফাইনালে ওঠার ক্ষমতা নেই ওদের।” পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ইমরান খানের সঙ্গে দেখা করে এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন রামিজ রাজা।

   

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডে জল্পনা তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব নিতে চলেছেন রামিজ রাজা। ইমরান খানের সঙ্গে দেখা হওয়ার পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে। সম্প্রতি এক বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেহালদশা তুলে ধরেছেন রামিজ রাজা। সেখানে তিনি জানিয়েছেন ধারাবাহিকতার অভাবেই ভুগতে হবে পাকিস্তানকে।

এক সাক্ষাৎকারে রামিজ রাজা বলেছেন, “প্রধানমন্ত্রী ইমরান খানও পাকিস্তান ক্রিকেটের বেহাল দশা নিয়ে উদ্বিগ্ন। আর সেই কারণেই তাঁর সঙ্গে বৈঠক করলাম। মূলত ক্রিকেট কেন্দ্রিক আলোচনায় হয়েছে। কীভাবে পদক্ষেপ নিলে পাকিস্তান ক্রিকেটের উন্নতি ঘটবে সেই পরামর্শ দিয়ে এসেছি প্রধানমন্ত্রীকে।”