সবেমাত্র শেষ হয়েছে হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন'(Heart of Stone)-এর শুটিং। শুটিং শেষ হতে না হতেই পোঁটলা পুঁটলি গুটিয়ে সোজা দেশের পথে পাড়ি দিয়েছেন রণবীর পত্নী আলিয়া। আর মম টু বি আলিয়াকে সারপ্রাইজ দিতে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন খোদ রণবীর। প্রসঙ্গত গত এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়েছেন এই দুই তারকা। খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছে রণলিয়া। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে দর্শকমহলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের আসন্ন বাচ্চাকে নিয়ে কথা বলতে গিয়ে অকপট উত্তর দিলেন রণবীর কাপুর। অভিনেতার কথায়, “আলিয়া এবং আমি এই বিষয়ে অনেক আলোচনা করেছি। ভবিষ্যতে কীভাবে আমরা দুজনে দুজনের দায়িত্ব ভাগ করবো, কীভাবে সময় ম্যানেজ করবো সবকিছুই আলোচনা করেছি আমরা। আমরা দুজনেই এমন এক প্রজন্মের মধ্যে বড়ো হয়েছি যখন আমাদের বাবারা সবসময়ই তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। খুব বেশি সময় দিতে পারতেন না আমাদের।
বাবাকে কাছে না পাওয়ায় অভিনেতার গলায় একটু আক্ষেপের সুরও শোনা গেলো এইদিন। আর সেই কারণেই তিনি চাননা যে তার সন্তানও এই একই রকম ভাবনার মধ্যে দিয়ে যাক। রণবীরের কথায়, ‘ আমরা সাধারণত মায়েদের কাছেই মানুষ হয়েছি। তবে আমি আমার সন্তানকে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা দিতে চাই। আমি চাই। আমি চাই আমার সন্তান আমারও ততটাই কাছের হোক।’
প্রসঙ্গত, রণবীর প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের ছেলে। অপরদিকে আলিয়া বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজস্থানের কন্যা। একথা তো প্রায় সবারই জানা যে, আলিয়া বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন। মা হওয়ার পরও কি আলিয়া একইরকম কাজ করবেন ইন্ডাস্ট্রিতে? এই প্রশ্নের উত্তরে রণবীর জানান, ‘ আলিয়া এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ করছে। আমি চাইনা আলিয়া আমাদের সন্তানের জন্য তার স্বপ্নের বলি দিক। আমাদের সন্তানকে ভালোভাবে বড়ো করার জন্য আমাদের দুজনকেই কিছু ভাবতে হবে। যেখানে আমরা আমাদের প্রফেশনাল এবং পার্সোনাল দুটো জীবনই সঠিকভাবে ব্যালেন্স করতে পারবো।’