এই মুহূর্তে বি টাউনের অন্যতম চর্চিত দম্পতি হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। তাদের বন্ডিং থেকে শুরু করে বোঝাপড়া সবকিছুই চোখে পড়ার মত। তবে কারো সব অভ্যাসই কি আর মেনে নেওয়া যায়? এরকমই আলিয়ার একটি বদভ্যাসের কথা জানালেন রণবীর।
অভিনেতার সাম্প্রতিক ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-রং প্রচারে এসে স্ত্রীর বেশকিছু বদভ্যাসের কথা বলেন রণবীর। এমনিতে যদিও তাদের সম্পর্ক নদীর স্রোতের মত। বয়সের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও তাদের মিল দেখার মত। তবে এই একটি অভ্যাস নাকি তার একেবারেই পছন্দ নয়।
আসলে স্বভাবের দিক দিয়ে তারা দুজন একেবারে দুই মেরুর বাসিন্দা। যেখানের জিনিস সেখানে রাখাই পছন্দ করেন রণবীর। সেইসব জিনিসপত্রের জায়গা পরিবর্তন হলেই বেজায় বিরক্ত হন তিনি। এই অভ্যাসের নাম নাকি অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা ওসিডি। এদিকে আলিয়া নাকি একেবারেই উল্টো।
রণবীরের কথায়, ‘আলিয়ার বাথরুমের অভ্যাস মোটেই ভাল না। বাথরুম থেকে বেরোলেই দেখি তোয়ালে এক দিকে, সাজগোজের জিনিসে ছড়িয়ে রয়েছে, ভীষণ অগোছালো। আর আমি একেবারে এটা পছন্দ করি না। অস্বস্তি হয়।’ যদিও এখন স্ত্রীর এই অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন অভিনেতা।
এই যেমন কিছুদিন আগেই রণবীর তার স্ত্রী সম্পর্কে বলেন, ‘আলিয়া ভাল স্ত্রী, কিন্তু আরও ভাল মা।’ যদিও মেয়ে রাহা আলিয়ার মত হোক এটা তিনি মোটেও চাননা। রণবীরের দাবি, আলিয়ার মতো রূপ হোক, কিন্তু স্বভাব নিজের মতো হোক। এই বিষয়ে অভিনেতা বলেন, ‘আলিয়ার ব্যক্তিত্ব যেমন দৃঢ়, আবার তেমনই চঞ্চল। বাড়িতে আরও একটি মেয়ে তেমন হলে আমার পক্ষে সামলানো কঠিন হবে। তার চেয়ে আমার মতো হোক, শান্তশিষ্ট।’