বলিউড,বিনোদন,রণবীর কাপুর,পড়াশোনা,গসিপ,Bollywood,Entertainment,Ranbir Kapoor,Gossip

Moumita

পড়াশোনার কোনো গুরুত্ব নেই কাপুর পরিবারে! অল্প নম্বরে মাধ্যমিক পাশেই খুশি রণবীর কাপুর

বলিউড সুপারস্টার রণবীর কাপুর এমন এক পরিবার থেকে উঠে এসেছে যার বিগত চার প্রজন্ম বলিউডের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি রণবীর তার পরিবার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা শুনে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাপুর ফ্যামিলির এহেন সত্যি শুনে কীরকম রিয়েক্ট করা উচিত ভেবে পাচ্ছেনা অনুরাগীরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন যে, তার পরিবারের কাছে পড়াশোনা কখোনোই বিরাট কিছু গুরুত্ব রাখেনি। তিনি এমন এক পরিবারের সন্তান যেখানে পরীক্ষায় ৫৩ শতাংশ নাম্বার পেলেও রীতিমত পার্টি থ্রো করা হয়। খ্যাতনামা কাপুর ফ্যামিলির তিনিই প্রথম সদস্য যিনি দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অভিনেতা আরো জানান যে, পড়াশোনায় বরাবরই বেশ দূর্বল ছিলেন তিনি।

প্রসঙ্গত, রণবীরের আসন্ন ছবি ‘সামশেরা’র প্রচারকার্যে বেশ ব্যস্ত আছেন এই তারকা। এমনই এক প্রচারমূলক ভিডিওতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি সিং-এর ‘রাজু কি মামি’ চরিত্রটির সাথে চ্যাট করছিলেন। সেখানেই ডলি তাকে জিজ্ঞেস করে দশম শ্রেণীর পর তিনি কোন বিষয়টা বেশি পছন্দ করতেন, উত্তরে রণবীর জানান তিনি অ্যাকাউন্ট নিয়েছিলেন। এরপরই ডলি জিজ্ঞেস করেন, দশম শ্রেণীতে কত নাম্বার পেয়েছিলেন রণবীর, উত্তরে অভিনেতা যা জানান তা সত্যিই চমক লাগার মতো।

রণবীর জানান, তিনি ৫৩.৪ শতাংশ নাম্বার নিয়ে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। অভিনেতার কথায়, “আমার পরিবার এত খুশি হয়েছিল যে তারা আমার জন্য একটি বিশাল পার্টি রেখেছিল। তাদের কোনো প্রত্যাশা ছিল না। আমি আমার পরিবারের প্রথম ছেলে যে দশম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।” যেখানে একটি সাধারণ পরিবারের ছেলেমেয়েরা এই নাম্বার নিয়ে এলে হয়তো দুদিন খেতে দেওয়া হবেনা সেখানে রণবীরের জন্য গ্র্যান্ড পার্টি, ভাবা যায়!

এছাড়াও ২০১৭ সালের একটি সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য। অভিনেতার কথায়, “আমার পরিবারের ইতিহাস তেমন ভালোনা আমার বাবা অষ্টম শ্রেণী, কাকু নবম এবং দাদু ষষ্ঠ শ্রেণীতে ফেইল করেছিলেন। আমিই আমার পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য।”