Papiya Paul

হিমেশের পর এবার সিধুর সুরে গান গাইবেন রানু মণ্ডল, নতুন ভিডিও নিয়ে উত্তেজনা তুঙ্গে

রানু মন্ডলকে(Ranu Mandal) নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা এখনো কমেনি। নিজের দোষেই ভালো জায়গা থেকে আবার আগের পরিস্থিতিতে ফিরে এসেছেন রানু। কিন্তু তবুও এখনও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রানুর নানা কাণ্ডকারখানা ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বিভিন্ন ইউটিউবাররা তাকে নিয়ে মশকরা করার জন্যেই নানারকম ভিডিও তৈরি করেন। সেখানে বিভিন্ন অবাস্তব কথা বলে ভাইরাল হয়েছেন তিনি।

   

ফের এবার খবরের শিরোনাম হতে দেখা গিয়েছে রানুকে। এবার আর বলিউড নয় টলিউডে বাংলার সুরকারের সঙ্গে গান গাইতে চলেছেন রানু। অবাক হলেও এই ঘটনাটি সত্যি। এর কারণ বলিউডে বড় পর্দায় আসতে চলেছে রানুর বায়োপিক। আর এখানে রানুর চরিত্রে অভিনয় করছেন বাংলার মেয়ে ইশিকা দে (Eshika Dey)। এই বায়োপিকের নাম হতে চলেছে ‘মিস রাণু মারিয়া’।আর এই সিনেমাতে সংগীত পরিচালনা করতে চলেছেন বাংলা সুরকার গায়ক সিদ্ধার্থ রায় ওরফে সিধু।

আর এই ছবিতে প্লেব্যাক করবেন রানু নিজেই। আর তাই সেই প্রসঙ্গে কথা বলার জন্য রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিধু। এদিন তার সঙ্গে ছিলেন এই ছবির পরিচালক ঋষিকেশ মন্ডল। সেখানে তারা সারাদিন রানুর সাথে গান প্র্যাকটিস করেছেন। এই ছবিতে শুধু ছাড়াও আরও তিনজন মিউজিক ডিরেকটর রয়েছেন। সুরজিৎ চ্যাটার্জী (Surajit Chatterjee), নীলাকাশ রায় (Nilakash Ray), সন্দীপ কর (Sandip Kar)।

এছাড়া এই ছবিতে গান করেছেন সুরজিৎ, শ্রীরাধা ব্যানার্জী, অঙ্কিতা ভট্টাচার্য, প্রশমিতা পাল, শুভশ্রী, বাবুল সুপ্রিয়। এর সাথেই গান গাইবেন রানু নিজেই। নভেম্বর মাস থেকে শুরু হয়ে গিয়েছে এই ছবির শুটিং। কলকাতা, রাণাঘাট, মুম্বই জুড়ে শুটিং হওয়ার কথা বলেই জানা গিয়েছে। এখানে রানুর জীবনের কাহিনী তুলে ধরা হবে।