Papiya Paul

বেশি টাকার গরম! বলিউডের এই ৪ তারকার সাথে কাজের অফার রিজেক্ট করেন রশ্মিকা মান্দানা

ভারতের এখন ন্যাশনাল ক্রাশ বলতে একজনকে বোঝায় তিনি হলেন রশ্মিকা মান্দানা(Rashmika Mandana)। গ্ল্যামার দুনিয়ার সবচেয়ে চর্চিত অভিনেত্রী এখন তিনি। তার হাসির জাদুতে ঘায়েল হন অনুরাগীরা। কিছুদিন আগেই রশ্মিকা অভিনীত ‘পুষ্পা’ ছবি মুক্তি পেয়েছে। আর সেই ছবির সফলতা নিয়ে নতুন করে কিছু বলার উপায় নেই। প্রায় সকলেই জেনে গিয়েছেন করোনা মহামারীর পর এই প্রথম বক্সঅফিসে ৪০০ কোটির কাছাকাছি ব্যবসা করেছেন এই ছবি।

   

আর এই ছবিতেই শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করেছিলেন রশ্মিকা। মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে তিনি মোট ১১ টি ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে পুষ্পা ছবি সব থেকে বেশি সুপারহিট হয়েছে। এর জন্য তার পারিশ্রমিকের পরিমাণ বেড়ে চলেছে। এই নায়িকাকে দিয়ে এখন বেশ কিছু ছবি করাতে চেষ্টা করছেন পরিচালকেরা। তবে রশ্মিকাকে রাজি করানো এত সহজ নয়। ইতিমধ্যেই বলিউডের চার অভিনেতার সঙ্গে অভিনয়ের প্রস্তাব রিজেক্ট করেছেন তিনি।

১. শাহীদ কাপুর (Shahid Kapoor) – বলিউডের ‘কবীর সিং’ এর জার্সি ছবিতে তার বিপরীতে এখন দেখা যাচ্ছে মৃনাল ঠাকুরকে। শুরুতে রশ্মিকাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন পরিচালক। তবে অভিনেত্রী নাকি এই ছবিতে কাজ করার জন্য রাজি হননি।

২. কার্তিক আরিয়ান (Kartick Aryan)- রশ্মিকার প্রথম ছবি ‘কিরকি পার্টি’র হিন্দি রিমেক করার সময় পরিচালক তাকে এই ছবির অফার দিয়েছিলেন। এখানে তার বিপরীতে থাকতেন কার্তিক আরিয়ান। কিন্তু নিজের ছবির হিন্দি রিমেক করতে চাননি অভিনেত্রী।

৩. রণদীপ হুডা (Randeep Huda)- পরিচালক সঞ্জয় লীলা বানসালি একসময় রণদীপ হুডা ও রশ্মিকাকে নিয়ে একটি বিগ বাজেট ছবি তৈরি করতে চেয়েছিলেন বলে জানা যায়। কিন্তু রশ্মিকা এই ছবির প্রস্তাবে রাজি হননি বলে পরবর্তীকালে এই ছবির কাজ আর এগোয়নি।

৪. থালাপাথি বিজয় (Thalapathy Vijay)- এদিকে শুধু বলিউড নয় দক্ষিণের সুপারস্টার থালাপাথি বিজয়ের সঙ্গে ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এই অভিনেতার সুপারহিট ছবি মাস্টারের জন্য রশ্মিকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তার সময় না হওয়ায় তিনি ছবির অফার ফিরিয়ে দেন।

তাহলে বোঝাই যাচ্ছে এই কয়েক বছরের ক্যারিয়ারে তিনি এত বড় বড় অভিনেতার সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আর দিনে দিনে তার জনপ্রয়তা বেড়েই চলেছে। এর জন্য বাড়ছে তার পারিশ্রমিকের পরিমাণও।