Arijit

ভুলে যান ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম, টাটার এই ই-বাইসাইকেল মাত্র ৬ টাকায় চলবে ১০০ কিমি

দিনদিন বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। যার ফলে সাধারণ মানুষ এখন ঝুঁকছে ব্যাটারি চালিত যানবাহনের দিকে। আর তাই এবার সাধারণ মানুষের চাহিদার কথা ভেবে ভারতের বাজারে টাটা আনতে চলেছে দুটি ইলেকট্রনিক বাই সাইকেল।

   

ইতিমধ্যেই এই দুটি ইলেকট্রনিক বাই সাইকেল লঞ্চ করার কথা জানিয়ে দিয়েছে টাটা। সেই দুটি বাই সাইকেল হল Contino ETB 100 এবং Voltic 1.7। কোম্পানির বিশ্বাস এই দুটি বাই সাইকেল দ্রুত ভারতের বাজার দখল করবে।

Tata Styder Contino ETB-100 নামক যে মডেলটি রয়েছে তার দাম অনুমান করা হচ্ছে 37,999 টাকা। অপরদিকে Tata Styder Voltic 1.7 মডেলটির দাম অনুমান করা হচ্ছে 29,995 টাকা। এই বাইসাইকেল গুলি একবার চার্জ দিয়ে দিলে চলে যাবে 60 কিলোমিটার। হিসাব মতো এই বাইসাইকেল গুলি প্রতি কিলোমিটার চালানোর জন্য খরচ হয় মাত্র 6 পয়সা, মানে 100 কিলোমিটার যেতে খরচ হবে মাত্র 6 টাকা।