বলিউড,বিনোদন,আসন্ন ছবি,অক্ষয় কুমার,অজয় দেবগন,থ্যাঙ্ক গড,রাম সেতু,Bollywood,Entertainment,Upcoming Movie,Akshay Kumar,Ajay Devgan,Thank God,Ram Setu

Moumita

দিওয়ালিতে মুখোমুখি লড়াইয়ে ‘খিলাড়ি ও সিংঘম’, একই দিনে মুক্তি পাচ্ছে অজয়-অক্ষয়ের সিনেমা

ফের নতুন ছবির খবর নিয়ে দর্শকের দরবারে হাজির অক্ষয় কুমার ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘রাম-সেতু’। ছবিতে অক্ষয়ের সাথে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুশরাত ভারুচাকেও। এখনও পর্যন্ত কোনো পোক্তা খবর না পাওয়া গেলেও, ‘রাম সেতু’র পাশাপাশি দিওয়ালিতে আরও একটি বিগ বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে।

   

বলিউড ভিত্তিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে ইন্দ্রকুমার পরিচালিত ছবি ‘থ্যাঙ্ক গড’ও মুক্তি পাবে দিওয়ালিতেই। ‘থ্যাঙ্ক গড’এর হাত ধরে সিদ্ধান্ত মালহোত্রা এবং রাকুল প্রীত সিং’কে সাথে নিয়ে পর্দায় হাজির হবেন অজয় দেবগন। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন দিওয়ালিতে সিংহম এবং রাউড়ি রাঠোরের মুখোমুখি সংঘর্ষের সাক্ষী হতে যাচ্ছে দর্শকমহল।

যদিও ছবির নিরিখে দুটো ছবি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের উপর তৈরি। যেখানে অভিষেক শর্মা পরিচালিত ‘রাম সেতু’ ছবিটি পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত একটি গল্পকে ঘিরে নির্মিত সেখানে অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’ একেবারেই কমেডি ড্রামা। যদিও রাকুল প্রীতের দাবি কমেডি ড্রামা ‘থ্যাঙ্ক গড’এ হাস্যরস ছাড়াও থাকছে কিছু নতুন চমক।

প্রসঙ্গত চলতি বছর অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ দুটি ছবি মুক্তি পেয়েছিলো। বিগ বাজেটের এই ছবি দুটি দর্শকদের মনে বিশেষ জায়গা করতে না পারলেও থেমে থাকেননি খিলাড়ি কুমার। কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আসন্ন ছবি ‘রক্ষা বন্ধন’এর টিজার শেয়ার করে ছবি মুক্তির তারিখও জানিয়েছেন তিনি। অক্ষয়ের পোস্ট থেকেই জানা যাচ্ছে ছবি মুক্তি পাবে ১১ অগস্ট। অর্থাৎ আমির খানের বহুল চর্চিত ‘লাল সিং চাড্ডা’ ছবির সঙ্গে তিনি দিতে চলেছেন টক্কর।

তবে ‘রাম সেতু’ এবং ‘থ্যাঙ্ক গড’ এর কথা বললে, ছবি দুটি যেহেতু ভিন্ন ঘরানার তাই একই দিনে মুক্তি পেলেও বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলবেনা বলেই ধারণা নির্মাতাদের। আর তাছাড়া দিওয়ালিকে দেশের বড়ো উৎসব বলে বিবেচনা করা হয়। স্বাভাবিকভাবেই এই সময় বক্স অফিসে মানুষের ভিড় অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই থাকে। তাই কোন সিনেমা দিওয়ালির সদ্ব্যবহার করতে পারবে তা তো সময়ই বলবে।