Arijit

‘সময় কম, দ্রুত কাজ করো’, টি-২০ বিশ্বকাপ নিয়ে দ্রাবিড়কে পরামর্শ শাস্ত্রীর

পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আক্তারের সঙ্গে তার ইউটিউব চ্যানেলে এইদিন আড্ডা যেতে বসে ছিলেন ভারতের প্রাক্তন হেড কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। সেই আড্ডায় রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট নিয়ে এবং ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন।

   

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে গিয়ে শোয়েব আক্তার কে রাহুল দ্রাবিড় বলেন, “এই ভারতীয় দলের হাতে আট থেকে দশ মাস সময় রয়েছে এরই মধ্যে যা করার করে ফেলতে হবে। এই সময়ের মধ্যে এমন কিছু ক্রিকেটারদের তুলে আনতে হবে যারা আগামী চার থেকে পাঁচ বছর ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে কেমন দল গঠন করা উচিত ভারতের সেই বিষয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় বলেন, ‘‘আমি বরাবরই মনে করি, দলে তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণ থাকা দরকার। মাঝে মাঝে ভবিষ্যতের দিকে তাকালে পরিবর্তন করাটা জরুরি। এটাই সেই সময়। আগামী ছয় মাসের মধ্যে তরুণ ক্রিকেটারদের তুলে আনতে হবে। সবটাই দ্রুত করতে হবে। একটা জিনিসের মধ্যে দীর্ঘ দিন ধরে থাকলে পরে মানিয়ে নিতে সমস্যা হবে না।’’