Arijit

কেকেআরের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন বিস্মিত রবি শাস্ত্রী

এবার আইপিএলের শুরুটা ভালো করলেও মাঝখানে পরপর পাঁচটি ম্যাচ হেরে এই মুহূর্তে চরম বিপাকে কলকাতা নাইট রাইডার্স। এখন কেকেআরের প্লে অফে উঠার সম্ভাবনা নির্ভর করছে অন্যান্য দলগুলোর ওপর। কেকেআরের এমন করুণ পরিণতির পেছনে দায়ী টিম ম্যানেজমেন্টের বেশ কিছু ভুল সিদ্ধান্ত। এবার কেকেআরের তেমনই একটি সিদ্ধান্ত নিয়ে নিজের বিশ্বয় প্রকাশ করলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

   

গত সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন প্যাট কামিন্স। এক ওভারে মুম্বইয়ের তিন ক্রিকেটারকে আউট করে কলকাতার জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার। কিন্তু তার আগে পর পর চারটি ম্যাচে কামিন্সের জায়গা হয়নি কলকাতার প্রথম একাদশে। কলকাতার এই সিদ্ধান্ত বেশ অবাক করেছে শাস্ত্রীকে।

আর এই কমিন্সকেই তার আগে পরপর চারটি ম্যাচে অতিরিক্ত খেলোয়াড়দের জায়গায় বসিয়ে রেখেছিল কেকেআর টিম ম্যানেজমেন্টের। কেকেআরের এই সিদ্ধান্তের সমালোচনা করে রবি শাস্ত্রী বলেন, ‘কামিন্সের মতো সেরা মানের ক্রিকেটারকে বসিয়ে রাখার কোনও মানেই হয় না। কেকেআর-এর এই সিদ্ধান্ত পছন্দ হয়নি শাস্ত্রীর।’