Arijit

‘ফর্মে ফিরতে হলে এই বিশেষ কাজটি করতে হবে’, কোহলিকে পরামর্শ রবি শাস্ত্রীর

দীর্ঘ কয়েক মাস হয়ে গেল একেবারেই ফর্মে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবার আইপিএলেও একেবারেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছেনা আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে 29 বলে 41 রানের দুর্দান্ত ইনিংস খেললেও পরের দুটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি।

   

আরসিবির দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও মাত্র 12 রান করেই ফিরে যেতে হয় কোহলিকে। সেই পুরোনো রোগের ফাঁদে পড়েই আউট হন কোহলি। তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে রান আউট হয়ে মাত্র 5 রান করেই ফিরলেন কোহলি।

এবার কোহলিকে ফর্মে ফেরার টোটকা বলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী বলেন, ‘দেখে মনে হচ্ছে কোহলি প্রত্যেকটি বলই খেলতে যাচ্ছেন। যখনই কয়েকটি বলে রান আসছে না তখন প্রত্যেকটা বলের পিছনে ঝাপাতে চলেছে কোহলি। এমনটা করলে হবে না, বড় রান করতে গেলে ওকে আরও অনেক বেশি শৃঙ্খলা পরায়ন হতে হবে। যে সমস্ত পিচে হালকা সুইং কিংবা সিম রয়েছে সেই সমস্ত পিচে বাইরের বল ছাড়ার অভ্যাস করতে হবে। তবেই বড় রানের ইনিংস খেলতে পারবে।’