Arijit

‘বিরাটের সাফল্য অনেকেরই সহ্য হচ্ছে না’, সৌরভকে তুলধনা করলেন রবি শাস্ত্রী

টি-টোয়েন্টি, ওয়ানডের পর হঠাৎ করেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তবে তারপর থেকে ভারতীয় ক্রিকেটে ডামাডোল পরিস্থিতি। অনেকেই মনে করেন এটা কখনই বিরাট কোহলির নিজের ইচ্ছা হতে পারেনা। বিরাটকে চাপ দিয়ে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করানো হয়েছে। সেই দলে রয়েছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীও।

   

বিরাট কোহলি কে অধিনায়কত্ব থেকে সরানোর পর সবথেকে বেশি সরব হয়েছিলেন রবি শাস্ত্রী। সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে আঙ্গুল তুলে ছিলেন তিনি। এবার ফের একবার বিরাটের অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে মুখ খুললেন শাস্ত্রী।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেন এখনই বিরাটের ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়া ঠিক হয়নি। বিরাট অন্তত আরও দু’বছর ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিতে পারতেন।

ভারতীয় টেস্ট দলকে 60 টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি, যার মধ্যে 40 টি টেস্ট ম্যাচ জিতেছেন কোহলি। ভারত অধিনায়কদের মধ্যে টেস্ট ক্রিকেটে এত ভালো রেকর্ড আর কোন অধিনায়কের নেই। অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলিই এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক।

এছাড়াও পরোক্ষ ভাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে খোঁচা দিয়ে রবি শাস্ত্রী বলেন, “অবশ্যই আরও অন্তত দু’বছর টেস্ট দলের নেতা থাকতে পারত বিরাট কোহলি। কারণ, আগামী দু’বছরে ভারত বেশির ভাগ টেস্ট খেলবে ঘরের মাঠে। মূলত নীচের সারির দলের বিরুদ্ধে খেলা। ফলে অনায়াসে টেস্ট দলের অধিনায়ক হিসেবে 50-60 টা ম্যাচ জিততে পারত।” এর পরেই কটাক্ষ করে শাস্ত্রী বলেছেন, “হয়তো অনেকেরই সেই ব্যাপারটা সহ্য হত না।”