Arijit

ভারতীয় দলের কোচিং ছাড়ার পর এই IPL ফ্রাঞ্চাইজির কোচ হতে চলেছেন রবি শাস্ত্রী

এতদিন পর্যন্ত আটটি দল নিয়ে আইপিএল অনুষ্ঠিত হত। তবে এই বছর নিলামে আরও দুটি দল বাড়িয়েছে বিসিসিআই অর্থাৎ আগামী বছর থেকে আইপিএল হবে মোট দশটি দল নিয়ে। নতুন দুটি দল একটি আমেদাবাদ থেকে অপরটির লখনউ শহর থেকে। ইতিমধ্যেই এই দুটি দল নিয়ে বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজির মালিকরা।

   

চলতি বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হওয়ার পরই ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। এছাড়াও বোলিং কোচ এবং ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ভরত অরুণ এবং আর শ্রীধর।

সূত্রে খবর আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদের হেডকোচ হতে চলেছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। এছাড়াও সেই দলের বোলিং কোচ এবং ফিল্ডিং কোচের দায়িত্ব নিতে পারেন ভরত অরুণ এবং আর শ্রীধর।
সূত্রের খবর ফ্রাঞ্চাইজির কোচিং করানোর ব্যাপারে মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন রবি শাস্ত্রী। সে ক্ষেত্রে তিনি এড়িয়ে যাবেন ধারাভাষ্যকারের ভূমিকা।