এবার আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দীনেশ কার্তিক। বেশ কয়েকটি ম্যাচে ব্যাঙ্গালোরকে ম্যাচ জিতিয়েছেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্স করার পর চর্চায় উঠে এসেছেন দীনেশ কার্তিক এবং তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজের সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে দিনেশ কার্তিককে রাখতে নারাজ প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।
রবি শাস্ত্রী মনে করেন দীর্ঘদিন পর যেহেতু দীনেশ কার্তিক ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তাই এখনই তাকে প্রথম একাদশে খেলানো ঠিক হবে না। এছাড়াও কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারকেও প্রথম একাদশে রাখেন নি রবি শাস্ত্রী।
এক নজরে দেখে নেওয়া যাক রবি শাস্ত্রির পছন্দের প্রথম একাদশ:-
কে এল রাহুল, ঋতুরাজ গায়কোয়াড, ঈশান কিশান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, উমরান মালিক/ অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।