Arijit

‘ভারত, ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য সবার আগে নিজের চামড়া মোটা করতে হবে’, অকপট রবি শাস্ত্রী

এক সময় ভারতীয় ক্রিকেট দলের নামকরা ক্রিকেটার ছিলেন রবি শাস্ত্রী। তবে তিনি ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ধারাভাষ্যকার থেকে সরাসরি তিনি ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হিসেবে যুক্ত হয়েছিলেন। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত দু’দফায় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন রবি শাস্ত্রী।

   

এবার ইংল্যান্ড ক্রিকেট দলের ‘ডিরেক্টর’ হয়েছেন রবার্ট কি। তিনিও ধারাভাষ্যকার থেকে ক্রিকেট প্রশিক্ষণে এসেছেন। আর এই নতুন ইনিংস শুরু করার আগে রবার্ট কি-কে এক বিশেষ পরামর্শ দিনে রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর মতে, ভারত এবং ইংল্যান্ডের মত এই সমস্ত দলের কোচিং করানোর আগে নিচের চামড়া মোটা করে নিতে হবে। এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, “আমি যখন কোচিং করানো শুরু করেছেন তখন কোচিং সম্বন্ধে আমার ধারণা ছিল না। আর ভারত এমন একটা দেশ যেখানে কিছু মানুষের ঈর্ষা থাকবেই অথবা এমন কিছু মানুষ থাকবেন যাঁরা আপনার ব্যর্থতা চাইবে। আমার মোটা চামড়া ছিল। ডিউক বলের থেকেও মোটা। সেটার পিছনে লুকিয়ে থাকতাম।”