Arijit

‘ভালো খেলাটাকে নষ্ট করায় ধন্যবাদ’, কামিন্সের ‘বিধ্বংসী’ ব্যাটিংয়ে মুগ্ধ শাস্ত্রী

বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স এর কাছে 165 রানের টার্গেট ছুড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। একটা সময় 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। সেই সময় ক্রিজে নামেন প্যাট কমিন্স।

   

প্যাট কামিন্স যখন ব্যাট হাতে ক্রিজে নামছেন তখন 41 বলে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন 61 রান। হাতে মাত্র পাঁচ উইকেট। সেখান থেকে যেকোন টিম ম্যাচ জিততে পারতো কিন্তু 15 বলে বিধ্বংসী 56 রানের ইনিংস খেলে ম্যাচটি একতরফা কেকেআর কে জিতিয়ে দিল প্যাট কমিন্স।

তারপরই প্যাট কামিন্স এর ইনিংস সম্পর্কে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেন, ‘ এটা মুম্বাইয়ের জন্য খুবই তেতো লাগবে। অনেক দিন হয়ে গেল এরকম ম্যাচ দেখি নি। এক ওভারে 35 রান অসম্ভব, অবাস্তব ক্রিকেট। আজকে ওঁর মিসটাইম হওয়া শটগুলিও মাঠের বাইরে পৌঁছে গিয়েছিল। ক্রিকেটের ভালো খেলাটাকে নষ্ট করার জন্য ধন্যবাদ।’