Arijit

সফল হওয়ার জন্য ঋষভ পন্থকে বিশেষ পরামর্শ দিলেন রবি শাস্ত্রী

আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে নামতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। আজকের এই ম্যাচ ঋষভ পন্থের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্লে-অফে উঠতে গেলে আজকের ম্যাচ জিততেই হবে ঋষভ পন্থদের। তবে আজ রাজস্থানের বিরুদ্ধে নামার আগে পন্থকে বিশেষ পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

   

এবার আইপিএলে এখনও পর্যন্ত সেই ঋষভ পন্থকে পাওয়া যায় নি। বারেবারে ব্যর্থ হচ্ছেন ফিনিশার ঋষভ পন্থ। এই আইপিএলে 11 ম্যাচ খেলে 281 রান করেছেন ঋষভ। স্ট্রাইক রেট 152.71। তবে প্রত্যাশিত ভাবে ম্যাচ জেতাতে পারেননি এখনও।

এই ম্যাচের আগে একটি ওয়েবসাইটে শাস্ত্রী বলেছেন, ‘‘এক বার ছন্দ পেয়ে গেলে ঋষভের উচিত নয় নিজের মনোভাব বদলানো। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং করার ক্ষেত্রে ও আন্দ্রে রাসেলের রাস্তায় হাঁটতে পারে। তুমি উইকেটে জমে গিয়েছ। বল ভাল মারছ। এই পরিস্থিতিতে বেশি ভাববে না। মারার বল পেলে মেরে দেবে। কে বোলার, দেখার দরকার নেই। কে বলতে পারে, এই ভাবে খেলে তুমি আরও বেশি ম্যাচ জেতাবে না।’’