Arijit

কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করা নিয়ে বিস্ফোরক বয়ান দিলেন রবি শাস্ত্রী

টিটোয়েন্টির পর একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে বিদায় ঘটল বিরাট কোহলির। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলি নিজেই জানিয়ে ছিলেন বিশ্বকাপের পরে তিনি আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করবেন না। এবার বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে বিরাট কোহলিকে ওয়ানডে ফরমেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নতুন নেতা রোহিত শর্মা।

   

অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় দলে দুজন নেতা। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি এবং সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মা। এর ফলে কি আদেও ভারতীয় ক্রিকেটে কোন প্রভাব পড়বে? এই বিষয়ে অকপট জবাব দিলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবি শাস্ত্রী বলেন, ‘বিরাট এবং রোহিতের মানসিকতা একই ধরনের। আমি যখন 2014 সালে ভারতীয় দলের দায়িত্ব নিয়ে ছিলাম তখন থেকেই আমি এই দু’জনকে দেখছি। তখন ভারতীয় দলে শুধু একজনই তারকা ছিলেন তিনি মহেন্দ্র সিং ধোনি। তবে এই দুই ক্রিকেটার এর মধ্যে তারকা হয়ে ওঠার সমস্ত গুণ আমি দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে এরাও তারকা হয়ে উঠল।’

এছাড়া রবি শাস্ত্রী বলেন, ”কোহলির পরে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা শুধুমাত্র রোহিত শর্মারই ছিল। তাই বিসিসিআই রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে কোন ভুল করেনি। দুজনের মানসিকতা যেহেতু একই, তাই আমার মনে হয় এতে ভারতীয় দলের আরও উন্নতি হবে।”