Arijit

টি-২০ বিশ্বকাপের পরই ভাঙছে কোহলি-শাস্ত্রী জুটি, ভারতের কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়

দীর্ঘদিন হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের প্রশিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট দলের প্রশিক্ষক হিসেবে দ্বিতীয় পর্ব চলছে রবি শাস্ত্রীর। তবে এবার সেই পর্বের শেষ হতে চলেছে অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলে শাস্ত্রী যুগের অবসান ঘটতে চলেছে। জানা গিয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে হবে রবি শাস্ত্রীকে। শাস্ত্রীর সঙ্গেই সরে যেতে পারেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধর।

   

2014 সালে প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যুক্ত হন রবি শাস্ত্রী। তবে সেবার মাত্র আট মাস পরেই সেই দায়িত্ব থেকে সরে যেতে হয় তাকে। ফের 2017 সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতের কোচিংয়ের দায়িত্বে আনা শাস্ত্রীকে।

2021 টিটোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি হয় ভারতীয় দলের। এবার সেই চুক্তি সেই শেষ হতে চলেছে। অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে শাস্ত্রীর। তারপর এই চুক্তি আর বাড়াতে চাই না বিসিসিআই। তবে শাস্ত্রীর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কে হবেন ভারতীয় দলের কোচ এই নিয়েই প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে। জল্পনা উঠেছে রবি শাস্ত্রীর জায়গায় ভারতের কোচ হিসেবে আসতে পারেন রাহুল দ্রাবিড়।