কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, জানিয়ে দিলেন অশ্বিন

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প পাওয়া খুবই মুশকিল। এবার আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন রবীচন্দ্রন অশ্বিন। ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগের দারুন ফর্মে রয়েছেন তিনি। অশ্বিনের উপর এবার অনেক বেশি নির্ভরশীল রাজস্থান রয়েলস।

বোলিং এর পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতেও রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতিয়েছেন রবিচন্দন অশ্বিন। এবার আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন অশ্বিন। তবে এরই মাঝে নিজের অবসর নিয়ে মুখ খুললেন অশ্বিন।

এইদিন অশ্বিন বলেছেন, ‘‘পারফরম্যান্স কতটা উপভোগ করতে পারছি, সেটা গুরুত্বপূর্ণ। যে দিন পরীক্ষা করা বন্ধ করে দেব, সে দিন বুঝবেন আমি আগ্রহ হারিয়েছি। সে দিন আমার ক্রিকেট শেষ হয়ে যাবে।’’

Avatar

Koushik Dutta

X