Arijit

কানপুরে ৪টি উইকেট নিয়ে ভারত ও পাকিস্তানের একাধিক কিংবদন্তিকে টপকে গেলেন অশ্বিন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে বল হাতে জ্বলে উঠেছেন রবীচন্দ্রন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে রবীচন্দ্রন অশ্বিনকে। তাই কানপুরে সুযোগ পেয়েই নিজের ভেল্কি দেখালেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 3 উইকেট এবং দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট তুলে নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে তিনি টপকে গিয়েছেন একাধিক কিংবদন্তিকে।

   

প্রথম ইনিংসে তিনটি উইকেট নিয়ে অনেক আগেই রবীচন্দ্রন অশ্বিন টপকে গিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমকে। এবার দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে।

কানপুর টেস্টের আগে টেস্ট ফরম্যাটের 79 টি ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন নিয়ে ছিলেন 413 টি উইকেট। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনটি এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়ে এই মুহূর্তে রবীচন্দ্রন অশ্বিন এর পরিসংখ্যান দাঁড়িয়েছে 80 ম্যাচে 417 উইকেট।

সুতরাং টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা হরভজন সিংয়ের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে উঠে এলেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতের জার্সি গায়ে 103 টি টেস্ট ম্যাচ খেলে 417 টি উইকেট নিয়েছিলেন হরভজন সিং, অপরদিকে 80 টি টেস্ট ম্যাচ খেলে 417 টি উইকেট নিয়ে হরভজন সিং-কে ছুঁয়ে ফেললেন অশ্বিন।

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিদের তালিকা:-
ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি উইকেট যিনি পেয়েছেন তিনি হলেন অনিল কুম্বলে। অনিল কুম্বলের দখলে রয়েছে 619 টি উইকেট। 434 টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। 417 টি উইকেট নিয়ে যুগ্ম ভাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন ও হরভজন সিং। 311 টি উইকেট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইশান্ত শর্মা এবং 311 টি উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন জাহির খান।