Arijit

বিরাটের আমলেই টেস্ট কেরিয়ার শেষ হতে চলেছিল, সেই অশ্বিনই হলেন সিরিজের সেরা

শেষ তিন চার বছর ধরে ভারতের অন্যতম সেরা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন শুধুমাত্র টেস্ট দলেই খেলছেন। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল থেকে প্রায় এক প্রকার বাদই পড়ে গিয়েছিলেন তিনি। একটা সময়ে অশ্বিন তো নিজের টেস্ট ক্যারিয়ার নিয়েও রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। আধেও ভারতের জার্সি পড়ে আর টেস্ট খেলতে পারবেন কি না? সেই নিয়েই চাপে ছিলেন তিনি।

   

অশ্বিন জানিয়েছেন, “করোনা মহামারীর কারণে যখন সমস্ত ধরনের খেলাধুলা বন্ধ ছিল তখন আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। আধেও আর ভারতীয় টেস্ট দলে খেলতে পারবো কিনা সেই নিয়ে ধন্দে ছিলাম।”

এছাড়া ভারতের ইংল্যান্ড সফরে পুরো টেস্ট সিরিজে দলে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি অশ্বিনের। পুরো টেস্ট সিরিজ ডাগ আউটে বসেই কাটাতে হয়েছিলেন অশ্বিনকে। সেই সময় অনেকেই অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করেছিলেন। অনেকে দাবি করেছিলেন অশ্বিনের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ভালো না থাকার কারণে তাকে দলে জায়গা দিচ্ছেন না বিরাট।

যদিও এখন সেই খারাপ সময় কাটিয়ে উঠেছেন অশ্বিন। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে সিরিজ জিতিয়েছেন তিনি। আর এই কারণে সিরিজের সেরাও হয়েছেন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট মিলিয়ে 14 টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে করেছেন 70 রান। সেরা বোলিং ফিগার মাত্র 8 রান দিয়ে 4 উইকেট। যার সুবাদে সিরিজের সেরাও হয়েছেন তিনি।