Arijit

একে অপরকে ভুল শট না মারার প্রতিজ্ঞা করেছিলেন পন্থ ও জাডেজা, তাতেই এসেছে সাফল্য

ভারত ও ইংল্যান্ড পুনায়োজিত টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালেও ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে নেয় ভারত। ঋষভ ও জাদেজার ২২২ রানের রেকর্ড জুটি এজবাস্টন টেস্টে চালকের আসনে বসিয়ে দিয়েছে ভারতকে। কিন্তু তা নিয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখাতে রাজি নন ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাডেজা।

   

ম্যাচ শেষে নিজেদের ইনিংস নিয়ে ঋষভ পন্থ বলেছেন, “খুব কঠিন সময়েই আমরা খেলতে নেমেছিলাম। কিন্তু ইতিবাচক দিক ছিল এটাই যে, ব্যাটিং করার সময় আমরা ক্রমাগত একে অপরের সঙ্গে কথা বলে গিয়েছি। একে অপরকে বলেছিলাম, কোনো ধরনের ভুল শট নেওয়া যাবে না। সেটা যাতে না হয়, তার জন্য প্রত্যেকটি ডেলিভারির পরে একে অপরকে সতর্ক করে গিয়েছি।”

জাদেজা বলেছেন, “দেশের হয়ে খেলার একটা গর্ব তো থাকেই। কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নেমে দলকে প্রতিকূলতা থেকে বার করে আনতে চেয়েছিলাম। পন্থ থাকায় আমার পক্ষে সেই লড়াইটা অনেক সহজ হয়ে গিয়েছিল। এমন একটা আবহাওয়ায় ওর সঙ্গে ব্যাটিং দারুণ উপভোগ করেছি।”