Arijit

মরশুমের শুরুতেই বড় রদবদল RCB-র, পুরনো তারকাকে দলে ফেরাল ব্যাঙ্গালুরু

পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে বড় রান করেও হার দিয়ে আইপিএল শুরু হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির আরসিবি। অর্থাৎ আইপিএলের শুরুটা মন্দ হয়নি বেঙ্গালুরুর। তবে এরই মধ্যে আরও একটি বড় খবর দিল আরসিবি টিম ম্যানেজমেন্ট।

   

নতুন মরশুম শুরুর ঠিক দুটি ম্যাচ পরেই বড়সড় রদবদল হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্কোয়াডে। চোটের জন্য গোটা আইপিএল মরশুম থেকে ছিটকে গিয়েছেন লুবনিথ সিসোদিয়া। মেগা নিলামে 22 বছর বয়সী কর্নাটকের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে 20 লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিয়েছিল আরসিবি। তবে মরশুম শুরু হতেই চোট পেয়ে তিনি ছিটকে গেলেন।

তাঁর পরিবর্ত হিসেবে রজত পতিদারকে দলে নেন বিরাট কোহলিরা। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের রজত পতিদার এর আগে 4 টি মরশুমে আরিসিবির সঙ্গে যুক্ত ছিলেন। সেদিক থেকে পুরনো তারকাকে ব্যাঙ্গালোর ঘরে ফেরাল বলা যায়। রবিবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিসোদিয়ার বদলে রজতের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার কথা জানানো হয়।