Arijit

জঘন্য ম্যানেজমেন্ট! এই ম্যাচ উইনারকে ছেড়ে ঐতিহাসিক ভুল করল আরসিবি, ক্ষুব্ধ ভক্তরা

মঙ্গলবার ছিল আইপিএলের মেগা রিটেন। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী মেগা নিলামের আগে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি তাদের পুরনো দল থেকে 4 জন করে ক্রিকেটার রিটেন করতে পারতো। প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি বুদ্ধি করে নিজেদের দলে ক্রিকেটার রিটেন করেছে। অনেকে চারজন ক্রিকেটার রিটেন করেছে। অনেকে তিনজন, তো আবার কোন কোন ফ্রাঞ্চাইজি দু’জন ক্রিকেটার রিটেন করেছে।

   

আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দল বিরাট কোহলির জন্য খুবই জনপ্রিয় কিন্তু এখনো পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি এরা। স্বাভাবিকভাবে এই দলের দিকে নজর ছিল অনেকেরই।

মঙ্গলবার রিটেন পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, মিডল অর্ডার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল এবং পেসার মহম্মদ সিরাজকে ধরে রেখেছে৷ স্বাভাবিক ভাবেই আরসিবি ছেড়ে দিয়েছে তাদের দীর্ঘদিনের ম্যাচ উইনার যুজবেন্দ্র চাহালকে। এই যুজবেন্দ্র চাহাল টি-টোয়েন্টি ক্রিকেটের একজন দুর্দান্ত বোলার। দীর্ঘদিন ধরে আরসিবির জার্সি গায়ে খেলছেন তিনি। অনেক ম্যাচে আরসিবিকে একা হাতে জিতিয়েছেন চাহাল। এছাড়া এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন যুজবেন্দ্র চাহাল। তার সত্ত্বেও চাহালকে রিটেন করলো না আরসিবি।

চাহালকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট রিটেন না করায় বেশ ক্ষুব্ধ হয়েছেন আরসিবি ভক্তরা। তারা অনেকেই নেট মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়ে জানিয়ে দিয়েছেন যেভাবেই হোক নিলামে চাহালকে ফের আরসিবিতে ফিরিয়ে আনতেই হবে।