নিউজশর্ট ডেস্কঃ ভারতের মার্কেটে সি সিরিজের সস্তা স্মার্টফোন লঞ্চ করছে Realme। এই ফোনটির নাম হল Realme C65 5G। এটার দাম কম কিন্তু বেশ শক্তিশালী 5G ফোন। এই ফোনে বেশ কিছু দুর্দান্ত ফিচারস রয়েছে। যার জন্য ফোনটিকে সস্তার বেস্ট কোয়ালিটি স্মার্টফোন হিসেবে মনে করা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য ও আপনাদেরকে শেয়ার করব।
ডিসপ্লে: এই ফোনে 720*1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির বড় এইচডি ডিসপ্লে দেওয়া আছে।
প্রসেসর: এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে গ্রাফিক্সের জন্য Arm Mali G57 MC 2 জিপিও দেওয়া হয়েছে।
স্টোরেজ: এ ফোনের তিনটি স্টোরেজ অপশন রয়েছে। এখানে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM +128GB স্টোরেজ এবং 6GB RAM+ 128GB স্টোরেজ রয়েছে। ডাইনিমিক ফিচারের মাধ্যমে 12 GB RAM ব্যবহার করা যাবে।
ক্যামেরা: এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। যেখানে 50 মেগাপিক্সেল এ আই প্রাইমারি ক্যামেরা এবার 2 মেগাপিক্সেল অন্য লেন্স যুক্ত করা হয়েছে। এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: এই ফোনে 5000 mAH ব্যাটারি সহ 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট হয়েছে।
অন্যান্য: এই ফোনে এয়ার জেসচার, রেনড্রপ স্মার্ট টাচ, ডায়নেমিক বাটন, স্মার্ট কোড স্ক্যান, মিনি ক্যাপসুল 2.0 রয়েছে।
কালার: এই ফোন ফিদার গ্রিন এবং গ্লোইং ব্ল্যাক এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
দাম: এই ফোনের 4GB RAM + 64GB মডেল মাত্র 10,499 টাকা, 4GB RAM +128 জিবি স্টোরেজ 11,499 টাকা, 6GB RAM+ 128 জিবি স্টোরেজ 12,499 টাকায় লঞ্চ করা হয়েছে।