Realme P2 Pro 5G with Big Battery and Powerfull Processor See Specification and Price

যেমন ডিসপ্লে তেমনি দমদার প্রসেসার ও ক্যামেরা! Realme P2 Pro 5G কিনতে খরচ হবে কত?

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আসতে আর অল্প কিছু দিন বাকি। তার আগেই ভারতের লঞ্চ হতে চলেছে Realme P2 Pro 5G স্মার্টফোন। দুর্দান্ত ক্যামেরা, পাওয়ার ফুল প্রসেসর থেকে দমদার ব্যাটারিযুক্তি এই ফোনটি আগামীকাল অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। কি কি ফিচার্স থাকছে? কতটা পাওয়ার ফুল প্রসেসর ও ব্যাটারি থাকবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Realme P2 Pro 5G

রিয়ালমি কোম্পানির P1 স্মার্টফোনটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার তারই আরও উন্নত ভার্সন হিসাবে বাজারে আসছে P2 Pro 5G। নাম থেকেই বোঝা যাচ্ছে ফোনটিতে হাইস্পীড 5G নেটওয়ার্কের ফুল সাপোর্ট থাকবে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর ক্যামেরা সেটআপ থেকে সুপার চার্জিং স্পিড। পিছনে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে। আর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দেওয়া হবে 80Watt চার্জার। আর কি কি ফিচার্স থাকবে? চলুন জেনে নেওয়া যাক।

Realme P2 Pro 5G এর স্পেসিফিকেশন

যেমনটা জানা যাচ্ছে Realme P2 Pro 5G তে স্ন্যাপড্রাগনের সপ্তম জেনারেশনের প্রসেসর থাকবে। যেটা বর্তমানে বাজারে সেরা প্রসেসরের মধ্যে অন্যতম। সেই সাথে থাকবে সবচেয়ে বড় ভেপার কুলিং চেম্বার। যা ফোনটিকে অত্যাধিক ব্যবহার বা ভারী প্রসেসিং করার সময়েও ঠান্ডা রাখতে সাহায্য করবে। একইসাথে থাকছে ১২ জিবি এর হয় ফ্রিকোয়েন্সি RAM ও 512GB ইউএফএস স্ত্রী স্টোরেজ।

এখানেই শেষ নয়, ডিসপ্লে হিসাবে থাকবে একটি 240Hz এর ৬.৭ ইঞ্চির কার্ভড আমোলেড ডিসপ্লে। যাতে ২০০০ নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস থাকবে। তবে গেমিংয়ের সময় যাতে চোখের উপর প্রেসার না পরে তার জন্য AI Gaming Eye Protection থাকবে। ক্যামেরা এছাড়া ৫২০০ এমএইচ এর বিরাট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য থাকবে ৮০ ওয়াটের চার্জার। যেটা দ্রুত ফুলচার্জ দিতে সক্ষম হবে।

আরও পড়ুনঃ পাওয়ারফুল ইঞ্জিন সাথে অ্যাগ্রেসিভ লুকস! SUV বাজার কাঁপাবে মাত্র ১৫ লাখের Hyundai Alcazar

কত দাম হবে?

Realme P2 Pro 5G এর দাম যদিও এই মুহূর্তে প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে ২৫,০০০ টাকার মধ্যেই দাম রাখা হবে স্মার্টফোনটির। তাছাড়া লঞ্চের সময় বিশেষ অফারও দেওয়া হতে পারে। যাতে ব্যাঙ্ক অফার বা কার্ড অফারের ডিসকাউন্ট অতিরিক্ত থাকবে। তাই আপনি যদি পুজোর আগে নতুন ফোন কেনার কথা ভাবেন তাহলে Realme P2 একটা ভালো চয়েস হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X