Indian Railway ready to rehire Retired employees

দুর্ঘটনা এড়াতে অতিসত্বর নিয়োগ! অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় চাকরি দিচ্ছে রেল, কত হবে মাইনে?

পার্থ মান্নাঃ দীপাবলির মুখে সরকারি কর্মীদের জন্য একাধিক ঘোষণা এসেছে কেন্দ্রীয় তথা রাজ্য সরকারের তরফ থেকে। তবে এবার আরও একটু সুখবর মিলল। এবার বর্তমানে কর্মরতদের জন্য নয় বরং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এল বড় ঘোষণা। জানা যাচ্ছে রিটায়ার্ড রেল কর্মীদের পুনরায় চাকরি দেওয়া হবে রেলের তরফ থেকে।

অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় চাকরি দেবে রেল!

সম্প্রতি বিজনেজ টুডে এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অবসর নেওয়া কর্মীদের পিনোরায় ২ বছরের জন্য এক্সটেনশন দেওয়া হবে। দেশের সমস্ত রেলওয়ে জোনের ক্ষেত্রেই এই সুযোগ দেওয়া হবে। GM বা জেনারেল ম্যানেজার পদের অবসরপ্রাপ্ত কর্মীদের মেডিকেল ফিটনেস ও শেষ ৫ বছরের কাজের ভিত্তিতেই নিয়োগ করা হবে। প্রথমে ২ বছরের জন্য নিয়োগ করা হবে। তবে পরবর্তীকালে প্রয়োজন হিসাবে মেয়াদ বাড়িয়ে দেওয়া যেতে পারে।

চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে সবার আগে দেখা হবে শেষ পাঁচ বছরের একটি গোপন রিপোর্ট। যেখানে ভালো রেটিং থাকলে তবেই চাকরির সুযোগ পাওয়া যাবে। আর নিয়োগ হলে ইনহ্যান্ড স্যালারি থেকে বেসিক পেনশনের পরিমাণ বাদ দিয়ে বাকিটা বেতন হিসাবে প্রদান করা হবে। তবে চাকরি করার সময় আলাদা করে কোনো DA, HRA বা ইনক্রিমেন্ট দেওয়া হবে না।

২৫০০০ শূন্যপদে নিয়োগ

রিপোর্ট বলছে কর্মীদের ঘাটতি পূরণ করতে মোট ২৫০০০ পদের জন্য নিয়োগ করা হবে। এই নিয়োগ ছাড়াও রেলের অবসরপ্রাপ্ত এক্সপেরিয়েন্সডদের নিয়োগ করা হবে অস্থায়ী শূন্যপদ পূরণের জন্য। যার মধ্যে উত্তর-পশ্চিম রেলেই নাকি ১০০০০ এরও বেশি শূন্যপদ রয়েছে।

সম্প্রতিকালে বাড়তে থাকা ট্রেন দুর্ঘটনা ও কর্মী সংকটের জেরেই রেলওয়ে বর্ডার তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দ্রুত বেশ কিছু শূন্যপদ ভরাট করার প্রয়োজন, না হলে রেলের সমস্ত কাজ পরিচালনা করতে নানা অসুবিধা হচ্ছে। সেই কারণেই অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X