নিউজ শর্ট ডেস্ক: বর্তমান দিনে বিশেষ করে ইউপিআই (UPI) চালু হওয়ার পর থেকেই, আমাদের দেশের অধিকাংশ মানুষই এই মুহূর্তে ক্যাশলেস পরিষেবার মাধ্যমেই টাকা পয়সা লেনদেনের উপরে বেশি নির্ভরশীল হয়ে উঠেছেন। কিন্তু এইভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু অসুবিধাও।
কারণ এখনকার এই অনলাইন মাধ্যমে টাকা পয়সা লেনদেনের সুযোগ নিতেই সর্বক্ষণ যেন ওঁৎ পেতে বসে থাকে একদল প্রতারক। তাই কেউ যদি জেনে শুনে কিংবা নিজের অজান্তেই ভুল লেনদেন করে থাকেন তাহলে ব্যাংকের (Bank) তরফ থেকে সেই অ্যাকাউন্ট বন্ধ (Account Block) করে দেওয়া হয়।
এমনিতেই এখন ব্যাংকিং পরিষেবা নিয়ে শুরু হয়েছে ব্যাপক কড়াকড়ি। তাই যদি ভুল লেনদেনের কারণে কারও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে তিনি সেই অ্যাকাউন্ট থেকে আর কোনরকম লেনদেন করতে পারবেন না। আসুন জানা যাক গ্রাহকদের কোন ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে কেন?
কোন গ্রাহক যদি ভুল করেও তার অ্যাকাউন্টটিকে ‘মানি মূল’ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করে ফেলেন তাহলে বাধ্য হয়েই ব্যাঙ্ক ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। আসলে গ্রাহকরা ভুলবশত ‘মানি মূল’ অ্যাকাউন্ট ব্যাবহার করলেও প্রতারকেরা নিজেদের স্বার্থে সাধারণ মানুষের অ্যাকাউন্টগুলিই ‘মানি মূল’ অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারে। এরপর যদি কোন ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার অবৈধ লেনদেন হয়ে থাকে, তাহলে ব্যাংকের তরফ থেকে বাধ্য হয়েই ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: তাড়াহুড়ো নয়! ইনকাম ট্যাক্স ফাইলের সঠিক নিয়ম জানেন তো? ভুল করলেই মহা-বিপদ
‘মানি মূল’ অ্যাকাউন্ট কি?
এখন প্রশ্ন হল ‘মানি মূল’ অ্যাকাউন্ট আসলে কি? ভাসলে ‘মানি মূল’ অ্যাকাউন্ট হল সেইসব অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে প্রতারকরা অবৈধ লেনদেন করে থাকে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রতারকেরা অনেক সময় সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ‘মানি মূল’ অ্যাকাউন্ট হিসেবে টার্গেট করে থাকে। এমনকি অনেক সময় অ্যাকাউন্ট হোল্ডাররা জানতেও পারেন না তাদের অ্যাকাউন্টে অবৈধ টাকা লেনদেন এর কাজ হয়েছে।
এই প্রক্রিয়াটি খুবই দ্রুত করা হয়। তাই এই ধরনের অবৈধ লেনদেন দেখা মাত্রই গ্রাহককে না জানিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেয়। তাছাড়া টাকার লোভ দেখিয়েও অনেক প্রতারকেরা গ্রাহকদের অ্যাকাউন্টে অবৈধ লেনদেন করে থাকে। তাই এই সমস্ত প্রতারণা রুখতেই HDFC ব্যাঙ্ক সহ মোট ৫টি ব্যাঙ্ক ইতিমধ্যেই ‘মানি মূল’ অ্যাকাউন্টের ক্ষেত্রে কড়া নজরদারি চালাচ্ছে।