নিউজ শর্ট ডেস্ক: দিনের পর দিন হু হু করে দাম বাড়ছে জিনিসপত্রের। তাই এই মূল্যবৃদ্ধির (Price Hike) বাজারে কার্যত মাথায় হাত মধ্যবিত্তের। বিশেষ করে এই দুর্মূল্যের বাজারে মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের পাশাপাশি সংসার টানতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাও। সম্প্রতি এক লাফে অনেকটাই দাম বেড়ে গিয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলির-ও (Electronic Device)।
যার মধ্যে অন্যতম গাড়ি (Car),টিভি (TV) কিংবা স্মার্টফোন (Smart Phone)। এখনকার দিনের প্রত্যেকের বাড়ি বাড়িই রয়েছে টিভি। অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে কম বেশি টিভি দেখে থাকেন সকলেই। তবে টিভির থেকেও এখনকার দিনে সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস হয়ে উঠেছে স্মার্টফোন। এই স্মার্ট ফোন ছাড়া এক মুহূর্ত চলে না কারও।
এখনকার দিনে স্মার্টফোনের মধ্যেই এক নিমেষের পাওয়া যায় সবকিছু। তাই শুধু বিনোদনের জন্য কিংবা বিলাসিতার জন্যই নয় জরুরী প্রয়োজনে কিংবা অফিসিয়াল কাজ অথবা পড়াশোনার কাজেও অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। তাছাড়া ভিডিও কল কিংবা ভয়েস কলিং এর ক্ষেত্রেও যোগাযোগের অত্যন্ত জরুরি মাধ্যম মোবাইল।
কিন্তু আচমকাই এই মূল্য বৃদ্ধির বাজারে অনেকটাই দাম বেড়ে গিয়েছে এই স্মার্টফোনের। আর এর ফলে কার্যত মাথায় হাত আমজনতার। আর এই সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করা হচ্ছে কাঁচামালের দাম বৃদ্ধিকে। আর এসব ক্ষেত্রে মূলত ভিলেন হয়ে দাঁড়িয়েছে অ্যালুমিনিয়াম এবং তামা-র মতো প্রয়োজনীয় ধাতু।
আরও পড়ুন: দেখলেই কিনতে ইচ্ছা করবে! হিরোর এই ই-স্কুটার দেখলেই ফিদা হয়ে যাবেন আপনিও
সকলেই জানেন অ্যালুমিনিয়াম এবং তামা ইলেকট্রনিক জিনিস তৈরিতে অপরিহার্য। সম্প্রতি এই দুই ধাতুর দাম দামি হু হু করে বাড়তে শুরু করেছে। তবে শুধু এই দুই ধাতুর দাম-ই নয়, পাশাপাশি দাম বৃদ্ধি পেয়েছে মেমরি চিপ, ডিসপ্লে প্যানেলের মতো উপাদান গুলিরও। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধিও এর অন্যতম কারণ হিসেবে দায়ী।
রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে ইতিমধ্যেই সারাদেশে বিক্রি হওয়া প্রচুর নামিদামি গাড়ি সংস্থাগুলি গাড়ির ক্ষেত্রে তিন শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করেছে। অন্যদিকে টিভি প্রস্তুতকারী সংস্থাগুলিও পাঁচ থেকে সাত শতাংশ হারে দাম বাড়িয়েছে। তাই অনুমান করা হচ্ছে এবার এই তালিকায় যোগ হতে পারে স্মার্টফোন। অনুমান করা হচ্ছে আগামী দিনে এই স্মার্টফোনের দাম-ও ২ থেকে ৩ শতাংশ হরে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই যদি এমনটা হয় তাহলে বাজারে বিক্রি হওয়া অধিকাংশ স্মার্ট ফোন যেগুলি ২০ হাজার টাকার বেশি তার পিছনে আরও ৪০০ থেকে ৫০০ টাকা বেশি খরচ করতে হতে পারে।