Papiya Paul

করোনার বাড়বাড়ন্তে সন্ধে ৭টায় বন্ধ লোকাল ট্রেন, মাঝরাস্তায় কি দাঁড়িয়ে যাবে ট্রেন? প্রশ্ন বিভ্রাটে যাত্রীরা

রাজ্যে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ডিসেম্বরের শেষ থেকেই লাগামছাড়া করোনা সংক্রমণ হচ্ছে। আর তাই এবার বছরের শুরুতেই একগুচ্ছ নিয়ম জারি করেছে নবান্ন। রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছেন, কোন ক্ষেত্রে ছাড় থাকবে আর কোন কোন ক্ষেত্রে বন্ধ রাখা হবে। রাজ্যের বিধি নিষেধ এর মধ্যে বলা হয়েছে সন্ধ্যে ৭ টার পর লোকাল ট্রেন আর চলবে না। বাকি সময় মোট আসনের ৫০% যাত্রী নিয়ে ট্রেন চলবে।

   

আর এই ৭ টায় ট্রেন বন্ধ হয়ে যাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন অতীতে যেমন স্টাফ স্পেশাল চালু করা হয়েছিল এখন কি সেটাই চালু করা হবে? ট্রেনে কারা কারা উঠতে পারবেন? এছাড়া ৭ টায় ট্রেন বন্ধ হয়ে যাবে কিভাবে সেটা নিয়ন্ত্রণ করা হবে? এরকম নানা প্রশ্ন উঠেছে যাত্রীদের মধ্যে। যদিও কিভাবে কি করা হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি রেল।

পূর্ব রেলের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে সোমবার এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। তবে এটাও সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের ঘোষণা অনুযায়ী কোন প্রান্তিক স্টেশন থেকে ৭ টার পরে আর টাইমটেবিল অনুযায়ী ট্রেন চালানো যাবে না। তবে রেলের কর্মীরা যাতে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। আর এর সাথে অন্যান্য জরুরী পরিষেবা ব্যক্তিরা ওই ট্রেনে উঠতে পারবেন কিনা সেটা নিয়েও সিদ্ধান্ত গ্রহণ হতে পারে।

রাজ্য সরকারের এই ট্রেন বন্ধের নিয়মে ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা। শুধুমাত্র ট্রেন বন্ধ করলে কি করোনা রুখে দেওয়া সম্ভব? সাতটার পর অফিস ছুটি হলে সাধারণ মানুষ কিভাবে বাড়ি ফিরবেন? বিকেলের পর থেকে ট্রেন যেরকম ভিড় হয় সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যাত্রীদের মনে।