নিউজশর্ট ডেস্কঃ আপনি যদি একজন চাকুরিজীবী হন কিংবা ব্যবসায়ী হন, তাহলে আপনার অবসরকালে আর্থিক অবস্থা কিরকম হবে সেটা নিশ্চয়ই আগে থেকেই চিন্তা করা শুরু করেছেন। আর যদি না ভেবে থাকেন তাহলে এবার ভবিষ্যতে আর্থিক সুরক্ষার জন্য অর্থ সঞ্চয় করা শুরু করতে পারেন।
আপনি যত তাড়াতাড়ি নিজের জন্য এবং পরিবারের জন্য কোন জায়গাতে অর্থ বিনিয়োগ শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনার অর্থ জমবে এবং পরবর্তীকালে দরকারের সময় সেই অর্থ কাজে লাগাতে পারবেন। আর অবসরের ক্ষেত্রে সবথেকে বিকল্প পথ হল ন্যাশনাল পেনশন সিস্টেম(National Pension System)। যেটির মাধ্যমে সামান্য অর্থ বিনিয়োগ(Investment) করলেও আপনি অবসরের সময় বিরাট অংকের টাকা পাবেন।
যদি আপনি আপনার অবসরের(Retirement Plan) সময়ে ৫ কোটি টাকা চাইছেন, তাহলে কত টাকা কোথায় বিনিয়োগ করতে হবে সে বিষয়ে কিছু তথ্য প্রদান করা হলো। মনে রাখতে হবে এই ৫ কোটি টাকা পাবার ফর্মুলা সেই সমস্ত যুবকদের জন্য প্রযোজ্য হবে যারা সবেমাত্র চাকরি শুরু করেছেন। যদি ২৫ বছর বয়সের আগে একটি চাকরি পেয়ে থাকেন তাহলে এই ২৫ বছর বয়স থেকে প্রতিদিন আপনার বেতন থেকে ৪৪২ টাকা সঞ্চয় করা শুরু করে দেন।
এটি ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করেন তাহলে আপনি ৬০ বছর বয়সে গিয়ে যখন অবসর নেবেন। তখন ৫ কোটি টাকা পেতে পারেন। চলুন এই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাই। আপনি যদি প্রতিদিন ৪৪২ টাকা করে সঞ্চয় করেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে প্রায় ১৩ হাজার ২৬০ টাকা জমা করতে হবে। ২৫ বছর বয়স থেকে যদি বিনিয়োগ শুরু করেন তবে আপনি ৬০ বছর বয়সে পর্যন্ত ৩৫ বছরের জন্য আপনার অর্থ বিনিয়োগ করছেন।
আপনি যদি এই টাকা ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করে থাকেন। তাহলে আপনি এক্ষেত্রে গড়ে ১০ শতাংশ সুদ পাবেন। এক্ষেত্রে চক্রবৃদ্ধি হারে সুদে ৬০ বছর বয়সে আপনার সঞ্চয় ৫.১২ কোটি টাকা হয়ে যাবে। NPS-এ প্রত্যেক মাসে ১৩,২৬০ টাকা বিনিয়োগ করলে ৩৫ বছর ধরে আপনি মোট ৫৬,৭০,২০০ টাকা বিনিয়োগ করবেন। নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন উঠছে ৫৬.৭০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ কোটি টাকা কোথা থেকে আসবে?
আরও পড়ুন: পুরুষ-মহিলা সবার ইনকামের সুবর্ণ সুযোগ! ২০২৪-এ এই ইউনিক ব্যবসা দিয়েই মাসে ঢুকবে প্রচুর টাকা
আসলে চক্রবৃদ্ধি সুদের হারে এই টাকা রিটার্ন সম্ভব হবে। আপনি প্রত্যেক বছর আপনার মূল টাকায় সুদ পাবেন না। আপনি সেই মূল টাকায় প্রাপ্ত সুদের ওপরও সুদ পাবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনি মোট ৪.৫৫ কোটি টাকা সুদ পাবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনার মোট বিনিয়োগ গিয়ে দাঁড়াবে ৫ কোটি ১২ লক্ষ টাকা।