Riddhi Sen

‘সুরঙ্গনার পছন্দের পর্ন একসাথে দেখেছি’, ছবি বিতর্কের পর অবশেষে মুখ খুললেন ঋদ্ধি

টলিপাড়ার (Tollywood) তরুণ জুটিদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে প্রথম দিকেই থাকবেন ঋদ্ধি সেন (Riddhi Sen) এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)। অভিনয় জগতে পা রাখার পর থেকেই শুরু হয় বন্ধুত্ব। সেখান থেকেই শুরু পথচলা এবং তা আজও অব্যহত। যদিও ঋদ্ধির মতে, সুরঙ্গনা আজও তার কাছে প্রেমিকা কম প্রিয় বন্ধু বেশি। সমস্ত রকমের কথাই আদানপ্রদান হয় তাদের মধ্যে।

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক তাদের। দেখতে দেখতে দুজনেই কৈশোর ছেড়ে যুবক-যুবতী হয়ে উঠেছে। সম্প্রতি ২৫ এ পা দিয়েছেন ঋদ্ধি। অভিনেতার মতে, তিনি ছোট থেকেই বয়সের তুলনায় একটু বেশি পরিণত ছিলেন‌। যার কারণে পাকা কথাটাও শুনতে হয়েছে আকছার। যদিও এসব নিয়ে বিশেষ মাথা ঘামাতে চাননা তিনি। ঋদ্ধির কথায়, সমাজ চায়, তারা চিরদিন ‘কাঁচা’ই থেকে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এইসব নানা কথাই তুলে ধরেছেন বাংলা ইন্ডাস্ট্রির তরুণ অভিনেতা ঋদ্ধি। তিনি জানান, তার বড় হওয়ার সময়ে আশেপাশের পরিবেশ অন্য রকম ছিল। সমবয়সী বন্ধুদের সঙ্গে খুব একটা মিশতে পারেননি তিনি। ছোট থেকেই নাটকের ঝোঁক ছিল প্রবল। আর সেই কারণেই স্কুল লাইফেই যোগ দিয়েছিলেন ‘স্বপ্নসন্ধানী’ নাটকের গ্রুপে।

টলিউড,বিনোদন,গসিপ,ঋদ্ধি সেন,সুরঙ্গনা ব্যানার্জি,পর্নোগ্রাফি,পর্ন ফিল্ম,সাক্ষাৎকার,সম্পর্ক,Tollywood,Entertainment,Gossip,Riddhi Sen,Surangana Banerjee,Pornography,Porn Film,Interview,Relationship

প্রসঙ্গত, সম্প্রতি একটি নাটকে একসাথে অভিনয় করেন এই তারকা জুটি। আর সেখানে এই পোশাকে দুজনকে দেখে বিতর্ক শুরু হয়ে যায়। আর এবার এই বিতর্ক নিয়েই মন্তব্য করেন অভিনেতা। সুরঙ্গনার সাথে সম্পর্ক নিয়ে বাজে মন্তব্য করতেই খোলাখুলি জানিয়েছেন ঋদ্ধি। এইদিন ঋদ্ধি জানান, সুরঙ্গনার সঙ্গে সম্পর্কে থাকার সময়েও অন্য মেয়েদের দেখে তার ভাল লেগেছে। নিজের সেই ভালোলাগার কথা অকপটে জানিয়েছেন নিজের প্রেমিকাকে। আবার একইরকমভাবে সুরঙ্গনার কাউকে ভালো লাগলে সেটা জানিয়েছে ঋদ্ধিকে। অভিনেতার মতে সুস্থ সম্পর্ক তো এমনটাই হওয়া উচিত।

এইসবের পাশাপাশি ঋদ্ধি এটাও জানান, তাদের সম্পর্ক এতটাই স্বচ্ছ যে একসাথে বসে পর্ণোগ্রাফিও দেখেছেন তারা। সু্রঙ্গনা তার পছন্দের পর্ণ ছবি ঋদ্ধিকে দেখিয়ে বলেছেন যে, এটা হয়ত তার ভালো লেগেছে। এমনকি তাকে দেখারও অনুরোধ জানিয়েছে। ঋদ্ধির মতে, একটা সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য এই বিশ্বাস এবং স্বচ্ছতাটাই দরকার।

Avatar

Moumita

X