নিজেকে উজাড় করেও KKR-কে জেতাতে পারেননি, ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন রিঙ্কু সিং

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউয়ের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে কেকেআরের কাছে 211 রানের টার্গেট ছুড়ে দেয় লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর।

তবে কেকেআরকে সেই চাপ থেকে বের করে আনেন নীতিশ রানা এবং শ্রেয়াস আইয়ার। এই দুজনের ব্যাটে ভর করে দ্রুত গতিতে রান এগিয়ে নিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। তবে একটা সময় এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় কেকেআরের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। সেই সময় হটাৎই ব্যাট হাতে জ্বলে ওঠেন রিঙ্কু সিং। 15 বলে 40 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

শুধুমাত্র রিঙ্কুর জন্য কলকাতা ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। এভিন লুইস এক হাতে রিঙ্কুর দুর্দান্ত ক্যাচ না ধরলে কলকাতাকে ম্যাচ জিতিয়ে দিতে পারতেন তিনি। তবে রিঙ্কু আউট হতেই ভবিতব্য নিশ্চিত হয়ে যায় কেকেআরের। 2 রানে ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। যে রিঙ্কু সিং কে সেভাবে কোন দিন গুরুত্বই দেয় নি কেকেআর সেই রিঙ্কুই এইদিন কেকেআরের হারে মাঠেই কান্নায় ভেঙে পড়ে।

Avatar

Koushik Dutta

X