Arijit

অল্পের জন্য শতরান হাতছাড়া! তবে দ্রাবিড়, ধোনিকে টপকে গেলেন পন্থ

শুক্রবার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল। এইদিন ভারতের কোন ব্যাটসম্যানই দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে খুব একটা বেশি কিছু করতে পারেননি। একমাত্র ঋষভ পন্থ ছাড়া। এইদিন 71 বলে 85 রানের ইনিংস খেলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। অল্পের জন্য একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন পন্থ।

   

তবে অল্পের জন্য নিজের প্রথম সেঞ্চুরি মিস করলেও নজির গড়লেন ভারতের উইকেটকিপার ঋষভ পন্থ। একসঙ্গে টপকে গেলেন রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিংহ ধোনিকে।

এইদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি মিস করলেও 71 বলে 85 রানের ইনিংস খেলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের ক্রিকেটে এটাই ভারতের কোনও উইকেটকিপারের সর্বোচ্চ রান। এর আগে 2001 সালে ডারবানে দ্রাবিড়ের করা 77 রানই এত দিন সর্বোচ্চ ছিল। তার 12 বছর পর 2013 সালে জোহানেসবার্গে ধোনি 65 রান করেন। কিন্তু শুক্রবার এই দু’জনকেই ছাপিয়ে গেলেন পন্থ।