Arijit

বিরাট আর্থিক প্রতারণার শিকার ঋষভ পন্থ, খোয়ালেন প্রায় ২ কোটি টাকা

বড়সড় আর্থিক প্রতারণার শিকার হলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। কম দামে গয়না এবং ঘড়ি দেওয়ার নাম করে ঋষভ পন্থ এর থেকে অনেক টাকা হাতিয়ে নেন মুম্বাইয়ের এক ব্যক্তি। জানা গিয়েছে সেই টাকার পরিমাণ সুদ সহ টাকার অঙ্ক বেড়ে ১.৮০ বা ১.৯০ কোটি হয়েছে।

   

ঘটনার সূত্রপাত হয় একটি আঞ্চলিক অনুষ্ঠান থেকে। সেই আঞ্চলিক অনুষ্ঠানে গিয়ে মৃণাঙ্ক সিংহের সঙ্গে আলাপ হয় ঋষভ পন্থের। মৃণাঙ্ক সিংহ নিজেকে একজন প্রাপ্তন ক্রিকেটার হিসেবে পরিচয় দেন পন্থের কাছে। যার ফলে খুব সহজেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

তখনই মৃণাঙ্ক পন্থকে জানান, তিনি একটি নতুন ব্যবসা শুরু করেছেন। বিলাসবহুল জিনিস পত্র আমদানি এবং বিক্রি করার ব্যবসা। পন্থ চাইলে সেগুলি তিনি কম দামে তাঁকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। পন্থ রাজি হয়ে যান। বড় অঙ্কের অর্থ তিনি ট্রান্সফার করে দেন মৃণাঙ্কের অ্যাকাউন্টে। বেশ কিছুদিন পরেও সেই জিনিস গুলি না পাওয়ায় পন্থের সন্দেহ হয় এবং পন্থ মৃণাঙ্ক সিংহকে আইনি নোটিশ পাঠায়।

আগামী ১৯ শে জুলাই ফের শুনানি হবে এই মামলার। ওই দিন ভার্চুয়ালি হাজির থাকার কথা রয়েছে ঋষভ পন্থের।