Arijit

তৃতীয় টি-২০ ম্যাচে জিতেও এই বিশেষ কারণে উদ্বিগ্ন অধিনায়ক ঋষভ পন্থ

মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং সাউথ আফ্রিকা। সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ায় সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটি জিততেই হত ভারতকে। আর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 48 রানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে ভারতীয় দল।

   

এই সিরিজে ভারত অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ঋষভ পন্থের। ভারত অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় স্বাভাবিক ভাবেই চাপ ছিল ঋষভ পন্থের উপর। তবে তৃতীয় ম্যাচে জিতে মুখে হাসি ফুটল ঋষভ পন্তের। তৃতীয় ম্যাচে ভারত যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তাতে খুবই খুশি অধিনায়ক ঋষভ পন্থ।

তবে খুশি হলেও একটি বিশেষ কারণে চিন্তা থেকেই যাচ্ছে ভারত অধিনায়ক ঋষভ পন্থ এর।
ম্যাচ শেষে পন্থ বলেছেন, ‘‘মাঝের ওভারগুলোর ব্যর্থতা আমাদের জন্য উদ্বেগের। ভাল শুরুর পরেও আমরা প্রত্যাশিত রান করতে পারছি না। এটা ঠিক নতুন ব্যাটারের পক্ষে উইকেটে গিয়েই ছন্দ পাওয়া কঠিন। তবু, এই জায়গাটায় আমাদের উন্নতি করতে হবে পরের ম্যাচের আগে।’’