Arijit

ঝুড়ি ঝুড়ি রান, মুঠো মুঠো উইকেট নিয়ে একাহাতে হিমাচলকে খেতাব জেতালেন এই অখ্যাত ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখল হিমাচল প্রদেশ। প্রথমবার বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ। আর হিমাচলের এই জয়ের নায়ক অধিনায়ক ঋষি ধাওয়ান। বলা ভালো কার্যত একা হাতেই হিমাচল প্রদেশ কে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন করলেন এই অলরাউন্ডার। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে অনবদ্য অলরাউন্ডার পারফরমেন্স করেন ঋষি ধাওয়ান যার জেরে প্রথমবার বিজয় হাজারে খেতাব চ্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ।

   

গ্রুপ লিগের প্রথম ম্যাচ থেকে ফাইনাল ম্যাচ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচেই ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ঋষি ধাওয়ান। কোন ম্যাচে তিনি ফ্লপ হন নি। আটটি ম্যাচে ব্যাট হাতে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ 457 রান, গড় 76.33, স্ট্রাইক রেট 127.22।

অপরদিকে বল হাতেও অনবদ্য পারফরম্যান্স করেছেন ঋষি ধাওয়ান। ব্যাটিংয়ে পাশাপাশি বল হাতেও প্রত্যেক ম্যাচে দলকে সাহায্য করেছেন অধিনায়ক ঋষি ধাওয়ান। 17 টি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন ঋষি ধাওয়ান।
মূলত অধিনায়ক ঋষি ধাওয়ানের এমন অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সের জন্য প্রথমবারের মতো বিজয় হাজারে ট্রফির ফাইনালে উঠে হিমাচল প্রদেশ এবং প্রথম বারেই চ্যাম্পিয়ন হয় তারা।