হিরো নয়, এবার জবরদস্ত ভিলেন! সিরিয়ালে কামব্যাক করছেন স্টার জলসার জনপ্রিয় অভিনেতা

নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশন দুনিয়াতে(Bengali Serial) একজন অতি পরিচিত নাম ঋষি কৌশিক(Rishi Kaushik)। তাকে কখনো ‘এখানে আকাশ নীল’ ডঃ উজান চট্টোপাধ্যায়, আবার কখনো ‘ইষ্টিকুটুমে’র অর্চিষ্মান মুখার্জি নামেও চেনেন দর্শকেরা। একটার পর একটা ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে বিরাট জায়গা করে রেখেছেন এই অভিনেতা। যদিও বহুদিন ধরে তাকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না।

কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে শেষ অভিনয় করেছেন ঋষি কৌশিক। এই সিরিয়ালে পায়েল দে’র বিপরীতে কাজ করেছিলেন তিনি। তবে এবার অভিনেতার ভক্তদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। সেই সুখবরটা এনেছেন লীনা গাঙ্গুলী। তার জন্যই অভিনেতার জনপ্রিয়তা এত বেড়েছে। শীঘ্রই লীনা গাঙ্গুলীর নতুন একটি হিন্দি ধারাবাহিক আসছে।
এবার শুধু আর বাংলা ধারাবাহিক নয়, হিন্দি ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন লীনা গাঙ্গুলী।

জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে এই সিরিয়ালের শুটিং শুরু হবে। এই সিরিয়ালের নাম হতে পারে ‘ঝনক’। হিন্দি টেলিভিশন দুনিয়াতে পা রাখতে চলেছেন ঋষি কৌশিক। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে তিনি আর নায়কের ভূমিকা অভিনয় করবেন না। বরং তাকে অভিনয় করতে দেখা যাবে খলনায়কের চরিত্রতে। আর তার চরিত্রের নাম হবে তেজেশ কুমার। যদিও এর আগেও খলনায়কের ভূমিকায় একবার টিভির পর্দায় দেখা গিয়েছিল অভিনেতাকে। আজ থেকে ১৭ বছর আগে ‘ক্রান্তি’ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেতা জানিয়েছেন, “আসলে আমি তো এখনো শুটিং শুরু করিনি। আমি জানি যে আমার চরিত্রটা নেতিবাচক। এর থেকে বেশি চরিত্র সম্পর্কে আমার কোন ধ্যান-ধারণা নেই।”হঠাৎ করে খলনায়কের প্রসঙ্গে অভিনয় করার প্রস্তাব নিয়ে তিনি জানিয়েছেন, খলনায়ক এবং অসৎ চরিত্রের মধ্যে পার্থক্য রয়েছে।  তাদের মধ্যে আলাদা সত্তা রয়েছে।

এই সিরিয়ালে শুধু ঋষি কৌশিক নয়, আরো বাঙালি অভিনেতা রয়েছেন। ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের ক্রুশল  আওজাকে নায়কের ভূমিকায় দেখা যাবে। এছাড়া ভরত কল ও থাকবেন। কলকাতাতে তিন দিনের শুটিং হবে, আর বাকি শুটিং হবে কাশ্মীর ও মুম্বাইতে। স্টার প্লাসে এই সিরিয়াল দেখানো হবে বলে জানা গিয়েছে।

Papiya Paul

X