Arijit

৪ দিনে ৩টি সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার টিকিট পাকা করে ফেলল এই তরুণ তুর্কি, বিপদে পড়ল ধাওয়ান

এই মুহূর্তে চলছে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া লীগের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। আর এই বিজয় হাজারে ট্রফিতে বেশ কয়েকজন তরুণ ব্যাটসম্যান নিজেদের একেবারে মেলে ধরেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ঋতুরাজ গায়কোয়াড। এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে আগুন ঝড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই এবারের টুনামেন্টে চার দিনে তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন ঋতুরাজ।

   

সেই আইপিএল থেকে শুরু হয়েছে ঋতুরাজের দুর্দান্ত ব্যাটিং, যা এখনো পর্যন্ত চলছে। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 112 বলে 136 রান করেছিলেন ঋতুরাজ। ঋতুরাজের এই ইনিংসটি সাজানো ছিল 14টি চার ও চারটি ছক্কা দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে অপরাজিত 154 রানের ইনিংস খেলে দলকে জেতান ঋতুরাজ। 14 টি চার ও 5 টি ছক্কা দিয়ে এই সুন্দর ইনিংসটি সাজিয়ে ছিলেন ঋতুরাজ।

কেরালার বিপক্ষে 119 বলে 124 রান করেন ঋতুরাজ। এই ইনিংসটি সাজানো ছিল 9 টি চার ও 3 টি ছক্কা দিয়ে। অর্থাৎ টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন শিখর ধাওয়ান। যার ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শিখর ধাওয়ানের জায়গা পাওয়া খুবই কঠিন হয়ে গেল। অপরদিকে ওপেনার হিসেবে নির্বাচকদের পছন্দের তালিকায় ঋতুরাজ অনেকটাই এগিয়ে থাকলো।