Arijit

ওভালে ছোট্ট ইনিংস খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, কুর্নিশ জানাচ্ছেন ভক্তরা

ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে অনবদ্য নজির গড়লেন ভারত ওপেনার রোহিত শর্মা। ওভাল টেস্টের প্রথম ইনিংসে মাত্র 11 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনবদ্য নজিরের মালিক হলেন তিনি। অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এলিট ক্লাবে জায়গা করে নিলেন ভারত ওপেনার রোহিত শর্মা।

   

দ্বিতীয় ইনিংসে 11 রান করার সঙ্গে সঙ্গেই রোহিত করে ফেললেন এক অনবদ্য নজির। ক্রিকেটের তিনটি ফরমেট মিলিয়ে 15 হাজার রানের মাইলফলক ছুড়ে ফেললেন হিটম্যান। ওভালে প্রথম ইনিংসে 11 রানে আউট হওয়ার পর রোহিত শর্মার সার্বিক সংগ্রহ দাঁড়ায় 14 হাজার 989 রান অর্থাৎ 15 হাজার রানের মাইলফলক ছুঁতে রোহিতের প্রয়োজন ছিল আর মাত্র 11 রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে 11 রান করার সঙ্গে সঙ্গেই 15000 রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিত। এই মুহূর্তে অর্থাৎ দ্বিতীয় দিনের শেষে অপরাজিত 20 রান করে ক্রিজে রয়েছেন রোহিত।

রোহিতের আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে 15 হাজার রানের গণ্ডি টপকেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র শেওয়াগ, মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিন। অষ্টম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন রোহিত শর্মা।
উল্লেখ্য, এই ওভাল টেস্টেই ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রানের মাইলফলক টপকে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন কোহলি।