নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দার বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকের মিষ্টি নায়িকা ফুলকির চরিত্রে নবাগতা দিব্যানি মন্ডলের অভিনয় ইতিমধ্যেই দাগ কেটেছে দর্শকদের মনে। পর্দায় ফুলকির বিপরীতে রোহিত (Rohit) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু। ইতিমধ্যেই তাদের জুটিটাও সুপারহিট টেলিভিশনের পর্দায়।
প্রথম সিরিয়ালেই নামিদামি অভিনেতা-অভিনেত্রীদের সাথে দাপিয়ে কাজ করে চলেছেন ফুলকি অভিনেত্রী দিব্যানি। সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন ধারাবাহিকে রোহিত ফুলকি স্বামী-স্ত্রী হলেও তাদের বিয়েটা কিন্তু ভালোবেসে হয়নি। বদনামের হাত থেকে বাঁচতে পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়েই বিয়ে করেছিল তারা। তবে বিয়ের পর হাসি-খুশি,প্রাণ খোলা ফুলকির সাথে থাকতে থাকতে একটু একটু করে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল গোমড়া মুখো রোহিত স্যার।
কিন্তু আচমকাই ছন্দপতন। হঠাৎ একদিন রোহিতের জীবনে এসে হাজির হয় তার প্রাক্তন স্ত্রী শালিনী। সুন্দরী প্রাক্তন স্ত্রীকে দেখেই ধীরে ধীরে ফুলকি থেকে দূরে যেতে শুরু করে রোহিত। তবে খুব তাড়াতাড়ি শালিনীকে ভুলে ফুলকির কাছেই ফিরতে চলেছে রোহিত। সদ্য প্রকাশ্যে এসেছে ফুলকির ভূত চতুর্দশী স্পেশাল প্রমো। সেখানেই থাকছে এমনই এক নতুন চমক।
ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যাচ্ছে রোহিতের হাত ধরে শালিনী বলছে সব কিছু ভুলে সে আবার নতুন করে সব কিছু শুরু করতে চায়। শালিনীর মুখে একথা শুনে অবাক হয়ে যায় রোহিত। ঠিক তখনই হাতে খাবারের থালা নিয়ে সেখানে হাজির হয় ফুলকি। তখন ফুলকিকে দেখে শালিনীর হাত ছেড়ে ফুলকির কাছে ছুটে চলে যায় রোহিত। ফুলকি তখন খাবারের থালা আর ১৪ প্রদীপ সাজাতে ব্যস্ত।
কিন্তু রোহিত কিছু বুঝতে না পেরে ফুলকির কাছে জানতে চায় ‘ফুলকি এসব কি?’ তখন জবাবে ফুলকি বলে ‘দাদার সব প্রিয় রান্না। যারা চলে গেছেন ভূত চতুর্দশীতে তারা আমাদের কাছে ফিরে আসে। তাইতো ১৪ প্রদীপ। তাদের পথ দেখানোর জন্য।’ তখন আবেগপ্রবণ হয়ে পড়ে রোহিত।
চোখের কোণায় চিকচিক করে ওঠে জল। এই অবস্থায় ধরা গলায় রোহিত ফুলকির কাছে জানতে চায় ‘আর আমাকে কত ঋণী করবে ফুলকি?’ অন্য দিকে পাশ থেকে এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে যায় শালিনীর।