Arijit

টি-২০ ক্যাপ্টেন হিসেবে ধোনি ও কোহলির রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা

ভারত অধিনায়ক হিসেবে একটি বিশেষ ক্ষেত্রে ভারতের প্রাপ্তন দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন হিসেবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ১০০০ রানের গণ্ডি পেরিয়ে যান হিটম্যান।

   

এতদিন পর্যন্ত টিটোয়েন্টিতে ভারত অধিনায়ক হিসেবে ৯৮৭ রান ছিল রোহিত শর্মার। দরকার ছিল আর মাত্র ১৩ রান। ম্যাচের দ্বিতীয় ওভারে রীস টপলির বলে জোড়া বাউন্ডারি মেরে মাইলস্টোন টপকে যান রোহিত শর্মা।
তৃতীয় ভারতীয় ক্যাপ্টেন হিসেবে এমন নজির গড়েন তিনি।

এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল বিরাট কোহলি এবং ধোনির নামে। তবে ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ১০০০ রানের মাইলফলক ছুঁয়ে ছিলেন বিরাট কোহলি। ৩০ টি ইনিংসে ১০০০ রানের মাইলফলক ছুঁয়ে ছিলেন বিরাট কোহলি। এবার ২৯ টি ইনিংস খেলে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। দ্রুততম ভারত অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করার রেকর্ড গড়েন রোহিত শর্মা।