Arijit

লক্ষ লক্ষ বাঙালির সামনে কোহলিকে টপকে, গাপ্টিলকে ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

রবিবার কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে টিটোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টপকে গেলেন বিরাট কোহলিকে।

   

রোহিত শর্মা কাছে এই ম্যাচে সুযোগ ছিল বিরাট কোহলিকে টপকে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড করার। সেটা না পারলেও অর্ধশতরান দিক দিয়ে বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত শর্মা।

এই ম্যাচে 31 বলে 56 রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার 30 টি অর্ধশত রান হয়ে গেল। অপরদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাটের অর্ধশত রান সংখ্যা 29 টি। 119 টি ম্যাচে 30 টি অর্ধশত রান করে বিরাট কোহলিকে টপকে গেলেন রোহিত, অপরদিকে 29 টি অর্ধশত রান করতে বিরাট নিয়েছেন মাত্র 95 টি ইনিংস। এই ম্যাচে তিনটি ছক্কা মারেন রোহিত, সেইসঙ্গে টি-টোয়েন্টি ফরমেটে 150 টির বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন রোহিত। এই রেকর্ড রয়েছে শুধুমাত্র নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিলের।