Arijit

জাতীয় দলে রাহাণে, পুজারার ভবিষ্যৎ কী? স্পষ্ট জানিয়ে দিলেন রোহিত

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ। আগামীকাল পাঞ্জাবের মোহালি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। এই টেস্ট সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ একদিকে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। অপরদিকে ভারতের পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন রোহিত শর্মা।

   

এছাড়াও এই টেস্ট আরও একটি কারণে উল্লেখযোগ্য। সেটা হল এই টেস্ট ম্যাচে নেই ভারতের দুই সিনিয়র মিডল অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানে। দীর্ঘ কয়েক বছর পর এই দুই ব্যাটসম্যানকে ছাড়াই টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

তারপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি এ বার টেস্ট দলে আর জায়গা হবে না রাহাণে, পুজারার? তাঁদের কেরিয়ার কি শেষের পথে? এই প্রশ্নের জবাব দিলেন নয়া অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে রোহিত বলেন, ‘‘ এত বছর ধরে ৮০-৯০টা টেস্ট খেলে দলকে এত ম্যাচ জেতানো মুখের কথা নয়। ভারতকে ১ নম্বর টেস্ট দল করার পিছনে ওদের বড় অবদান রয়েছে। ওরা আমাদের পরিকল্পনায় রয়েছে। নির্বাচকরাও বলেছে শুধু মাত্র এই সিরিজে ওদের দলে নেওয়া হয়নি। ভবিষ্যতেও যে রহাণে, পুজারা দলের বাইরে থাকবে তা কেউ বলেনি। ওদের বদলে যারাই দলে আসুক তাদের জন্য কাজটা সহজ হবে না।’’