Arijit

এশিয়া কাপের শেষ চারে উঠলেও এই বিশেষ কারণে চিন্তায় অধিনায়ক রোহিত শর্মা

গতকাল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং হংকং। অনেকেই ধারনা করেছিলেন যে হংকং এর বিরুদ্ধে ম্যাচ জিততে গেলে খুব বেশি পরিশ্রম করতে হবে না ভারতকে। তবে বাস্তবে চিত্রটা একেবারে আলাদা। ২ ইনিংস মিলিয়ে সেই ৪০ ওভার খেলা হল এবং ভারতের বিরুদ্ধে নেমে শেষ পর্যন্ত লড়াই করে গেলেন হংকং এর ব্যাটসম্যানরা।

   

যদিও হংকং এর বিরুদ্ধে ৪০ রানে এই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত তবে দলের পারফরমেন্স নিয়ে খুশি নন অধিনায়ক বিরাট কোহলি। বিশেষ করে দলের বোলিং বিভাগের নিয়ে। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দলের পেসাররা যেভাবে জলের মতো রান খরচ করেছেন তাতে একেবারেই খুশি নয় অধিনায়ক রোহিত শর্মা।

এ দিন ভুবনেশ্বর ভাল বল করলেও অর্শদীপ এবং আবেশ খান প্রত্যাশা পূরণ করতে পারলেন না। হংকংয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আবেশ খান চার ওভারে ৫৩ রান দেন। অর্শদীপ সিংহ চার ওভারে ৪৪ রান দিয়েছেন।