Arijit

ম্যাচ জিতে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত শর্মা, দিলেন বিশেষ বার্তা

গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করে হার্দিক পান্ডিয়ার 50 রানে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 198 রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 148 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। 50 রানে ম্যাচ জিতে নেয় ভারত।

   

এইদিন ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্ৰথমে ব্যাটিং করে 50 রান করার পাশাপাশি বল হাতে চারটি উইকেট নিয়েছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার এই অলরাউন্ড পারফরম্যান্সের জেরে ইংল্যান্ডকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত।

ম্যাচের শেষে স্বাভাবিক ভাবেই পরিতৃপ্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, “আইপিএল থেকে আন্তর্জাতিক অবধি যেভাবে হার্দিক নিজেকে তৈরি করেছে, সেটা অসাধারণ। রোহিত বলেন বোলিংয়ে অনেকটা উন্নতি করার ইচ্ছা ছিল হার্দিকের এবং চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর সেটাই করছেন তিনি। শুধু বলেই জোর বাড়েনি, নতুন ভ্যারিয়েশনও এসেছে এবং তার লাভও পাচ্ছেন হার্দিক। এছাড়াও রোহিত বলেন, পাটা পিচ থাকায় ব্যাটাররা মারমুখী মানসিকতা নিয়ে গিয়েছিলেন সেটাই সফল হয়েছে।”