Arijit

বারবার ভারতীয় দলের অধিনায়ক বদল নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেটের তিনটি ফরমেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের তিনটি ফরমেটে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল রোহিত শর্মার হাতে। তবে রোহিত শর্মা অধিনায়ক থাকলেও এই বছরে এখনো পর্যন্ত ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ফেলেছেন ৭ জন অধিনায়ক।

   

রোহিত শর্মা পূর্ণ সময় অধিনায়ক থাকলেও এখনো পর্যন্ত ভারতীয় দলকে ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান, যাসস্প্রিত বুমরাহ সহ মোট সাতজন অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের ঘোষিত অধিনায়ক রোহিত শর্মা। এ ব্যাপারে রোহিত বলেছেন, “আমার ব্যাপারটা বেশ ভালই লাগছে। আইপিএলে ১০টা দল খেলে। সেখানে ১০ জন আলাদা আলাদা অধিনায়ক থাকে। পরের দিকে তারা ভারতীয় দলে খেলতে আসে। ফলে আমাদের হাতে একাধিক অধিনায়ক এমনিই রয়েছে।”