Arijit

পরিবর্তনের প্রয়োজন হলে দু’বার ভাববো না, বিরাটকে ঠুকলেন রোহিত

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিরাট ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ের মধ্যে দিয়ে সিরিজে 1-0 ফলাফলে এগিয়ে গেল রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

   

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা জানিয়েছেন, ‘ভারতের এই খেলায় তিনি খুবই খুশি। দল হিসেবে সকলে ভালো পারফরম্যান্স করেছেন। তবে দল হিসেবে আরও অনেক উন্নতি চাইছেন রোহিত শর্মা।

ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন ‘আমাদের যদি কোনও পরিবর্তন করতে হয় তাহলে সব সময় সেই বিষয়ে রাজি রয়েছি। আমি মুক্ত মনে একাধিক পরিবর্তনকে গ্রহণ করতে রাজি। আমি পারফেক্ট কথাটাতেই বিশ্বাস করি না। দল হিসেবে আমরা আরও উন্নতি করতে চাই। প্রত্যেকে খুব ভাল পারফরম্যান্স করেছে। আমরা কী অ্যাচিভ করতে চাই তা আমরা আগেই বলেছি। আজ সেই মত সবকটা ক্ষেত্রেই আমরা ভাল পারফরম্যান্স করেছি।’

এইদিন সকলে ভালো পারফরমেন্স করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ দলে পরিবর্তনের কথা বলে পরোক্ষভাবে যে বিরাট কোহলিকে ঠুকলেন রোহিত সেটা আর বলার অপেক্ষা রাখে না।